সম্প্রতি “ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী শীর্ষক দাবিটি সত্য নয় বরং ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে হবেন তা জানার জন্য চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কী-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম Time এর ওয়েবসাইটে ৭ জুলাই “Here’s How a New U.K. Prime Minister Will Be Selected” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে হবেন তা আগামী ৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে, যখন কনজারভেটিভ পার্টির সদস্যরা নতুন নেতা নির্বাচন করবেন। কারণ, কনজারভেটিভ পার্টিই এখন ব্রিটিশ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ। এ হিসেবে দলনেতা হওয়ার দৌঁড়ে জয়ী ব্যক্তিই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যিনি ৬ সেপ্টেম্বর থেকে দায়িত্ব নিবেন। এর আগ পর্যন্ত বরিস জনসনই দায়িত্ব পালন করবেন।
পরবর্তীতে ব্রিটিশ গণমাধ্যম bbc এর ওয়েবসাইটে ১৫ জুলাই “Tory leadership: How will the new party leader and PM be chosen?” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা কিভাবে নির্বাচিত হবেন তা নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রতিবেদনটি থেকে জানা যায়, কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় প্রার্থী বাছাইয়ের মধ্য দিয়ে। এ জন্য ২০ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন পড়ে।
এই ধাপে বরিস জনসনের পরে প্রধানমন্ত্রী পদে ৮ জন পদপ্রার্থী পর্যাপ্ত সমর্থন পেয়েছেন। এই আটজনের মধ্যে একজন ঋষি সুনক।

এই আটজনের মধ্যে প্রধানমন্ত্রী ও দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার দৌঁড়ে প্রথম ধাপে যারা কনজারভেটিভ সংসদ সদস্যদের দেওয়া ৩০ ভোটের কম পাবেন তারা বাদ পড়বেন। এভাবে ভোটিং প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে থাকবে বিপরীতে সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থী বাদ পড়তে থাকবেন, যতক্ষণ না প্রতিদ্বন্দ্বীদের সংখ্যা দুইয়ে নেমে না আসে।
প্রতিদ্বন্দ্বীদের সংখ্যা দুইয়ে আসার পর তাদের মধ্যে একজনকে নেতা হিসেবে বেছে নিতে কনজারভেটিভ পার্টির মধ্যে ভোট হবে। পোস্টাল ভোটে যিনি বেশি সমর্থন পাবেন তিনিই দলটির পরবর্তী নেতা ও প্রধানমন্ত্রী হবেন।
বিবিসির এই প্রতিবেদনটি থেকে জানা যায়, কনজারভেটিভ পার্টির দলনেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দৌঁড়ে এখন পর্যন্ত ঋষি সুনক এগিয়ে আছেন। তবে শেষ পর্যন্ত কে প্রধানমন্ত্রী হবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এছাড়া তুরস্ক ভিত্তিক গণমাধ্যম TRT World এ ১৫ জুলাই “Can Rishi Sunak become the first UK PM of Indian origin?” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ৪২ বছর বয়সী ভারতীয় বংশদ্ভূত ঋষি সুনক ৩৫৮ জন কনজারভেটিভ সংসদ সদস্যের মধ্যে ৮৮ জনের ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বাণিজ্যমন্ত্রী পেনি মোরডন্ট, যিনি ৬৭ ভোট পেয়েছেন এবং বর্তমান নারী পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস ৫০ টি ভোট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। তবে শেষ পর্যন্ত কে প্রধানমন্ত্রী ও দলনেতা হবেন তার ফলাফল ৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।
মূলত, গত ৭ জুলাই নানা অভিযোগের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির দলনেতার পদ থেকে পদত্যাগ করেন বরিস জনসন। তবে নতুন প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির দলনেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন৷ অপরদিকে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির দলনেতা নির্বাচিত হওয়ার দৌঁড়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশদ্ভূত ঋষি সুনক। তবে শেষ পর্যন্ত কে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির দলনেতা হবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দৌঁড়ে কনজারভেটিভ পার্টির সংসদ সদস্যদের ভোটে এগিয়ে থাকা ভারতীয় বংশদ্ভূত ঋষি সুনককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রচার করা হচ্ছে।
আরো পড়ুনঃ অস্ত্র হাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড
প্রসঙ্গত, ঋষি সুনকের পূর্ব পুরুষ ১৯৬০ এর দশকে ভারতের পাঞ্জাব প্রদেশ থেকে উন্নত জীবনের আশায় যুক্তরাজ্যে পাড়ি জমান৷ প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর আগে ৪২ বছর ঋষি সুনক বরিস জনসনের সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে সম্প্রতি তিনি এ পদ থেকে পদত্যাগ করেন৷ ব্যক্তিজীবনে ঋষি সুনক ভারতীয় কোটিপতি ও আউটসোর্সিং জায়ান্ট ইনফসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ানা মার্থির মেয়েকে বিয়ে করেছেন।
সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
time.com: Here’s How a New U.K. Prime Minister Will Be Selected
bbc.com: Tory leadership: How will the new party leader and PM be chosen?
trtworld.com: Can Rishi Sunak become the first UK PM of Indian origin?
Daily Star: বরিস জনসনের পদত্যাগ