পুতিন ও কিমের ঘুরাঘুরির দৃশ্য দাবিতে ভাইরাল এই ছবিগুলো এআই দিয়ে তৈরি

গত মাসের শেষের দিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে বৈঠকের উদ্দেশ্যে দেশটি সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠককে কেন্দ্র করে তাদের একসাথে বিভিন্ন স্থানে ঘুরাঘুরির দৃশ্য দাবিতে কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

পুতিন

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘুরাঘুরির দৃশ্য দাবিতে ভাইরাল এই ছবিগুলো বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় এগুলো তৈরি করা হয়েছে।

ফেসবুকে কিম জং উন এবং ভ্লাদিমির পুতিনের ঘুরাঘুরির ছবিগুলো বিক্ষিপ্তভাবে প্রচার হতে দেখা যায়। কোনো আইডি থেকে একটি ছবি আবার কোনো আইডি থেকে ভিন্ন ভিন্ন স্থানে ঘুরাঘুরির ৩-৪টি ছবি প্রচার করা হয়। 

তবে গত ২৭ জুন ‘Christian Delgrosso’ নামের একটি ফেসবুক পেজ থেকে কিম জং উন এবং ভ্লাদিমির পুতিনের ঘুরাঘুরির দৃশ্য দাবি করা ১০টি ছবি একসাথে পোস্ট করা হয়। এই ১০টি ছবিতে কিম জং উন এবং ভ্লাদিমির পুতিনকে একসাথে পার্টি করতে, আইসক্রিম খেতে এবং রোলারকোস্টার রাইড করতে দেখা যায়।

Screenshot: Facebook.

রিউমর স্ক্যানার টিম ভাইরাল এই ১০টি ছবি পর্যবেক্ষণ করেছে। এতে ছবিগুলোতে কিছু অসংগতি ধরা পড়েছে, যা সাধারণত এআই দিয়ে তৈরি ছবির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যেমন- চোখ ও দৃষ্টির অবস্থান বা আকৃতির অস্বাভাবিকতা, হাতের আঙুলগুলোর অস্বাভাবিক আকার, ত্বকের টেক্সচার খুব মসৃণ বা কৃত্রিম দেখানো।

Image analysis: Rumor Scanner.

এ ধরণের অসংগতি ধরা পড়ায় ছবিগুলো বাস্তব কিনা তা যাচাই করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য তৈরি ছবি শনাক্তকরণ ওয়েবসাইটের সাহায্য নেওয়া হয়। ওয়েবসাইটের বিশ্লেষণেও ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি বলে জানা যায়।

এই দুই নেতার বৈঠক নিয়ে গত ২১ জুন অ্যাসোসিয়েটেড প্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত বৈঠকের বিভিন্ন ছবি পাওয়া যায়। 

প্রতিবেদনে তাদের একসাথে গাড়ি চালানোর বাস্তব একটি ছবিসহ আরও বিভিন্ন ছবি দেখা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ইউটিউব চ্যানেলেও এই সংক্রান্ত একটি ভিডিও পাওয়া যায়। তবে আলোচ্য ১০টি ছবি এই প্রতিবেদনগুলোতে নেই, অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও আলোচ্য ছবিগুলো পাওয়া যায়নি।

Read More: রূপপুর প্রকল্পের অনুষ্ঠানে পুতিন বাংলায় বক্তব্য দেননি

অর্থাৎ, ফেসবুকে ভাইরাল এই ১০টি ছবি এআই দিয়ে তৈরি।

মূলত, গত মাসে উত্তর কোরিয়ায় বৈঠকে বসেন বিশ্বের দুই প্রভাবশালী নেতা কিম জং উন এবং ভ্লাদিমির পুতিন। তাদের এই বৈঠককে কেন্দ্র করে তাদের একসাথে পার্টি করার, আইসক্রিম খাওয়ার এবং রোলারকোস্টার রাইড করার দৃশ্য দাবিতে কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল এই ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

সুতরাং, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি কিছু ছবি কিম জং উন এবং ভ্লাদিমির পুতিনের ঘুরাঘুরির বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img