সম্প্রতি, পাবনার রূপপুরে জ্বালানি সরবরাহের সনদ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলায় বক্তব্য দিয়েছেন শীর্ষক একটি দাবি কতিপয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন যমুনা টিভি (ইউটিউব), বায়ান্ন টিভি (ইউটিউব), চ্যানেল আই (ইউটিউব), জনবাণী (ইউটিউব)।
একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজসহ অন্যান্য কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রূপপুরে জ্বালানি সরবরাহের সনদ হস্তান্তর অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন বাংলায় বক্তব্য দিয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং রুশ ভাষায় দেওয়া তার বক্তব্যকে ভিন্ন একজন ব্যক্তি বাংলায় অনুবাদ করে শুনিয়েছেন।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কিওয়ার্ড সার্চ করে অনলাইন সংবাদমাধ্যম Dhaka Post এর ওয়েবসাইটে গত ০৫ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, আলোচিত অনুষ্ঠানটিতে সেদিন (০৫ অক্টোবর) রাশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রেসিডেন্ট পুতিন বক্তব্য দেন। তাঁর বক্তব্য বাংলায় অনুবাদ করে শোনানো হয়।
এই তথ্যের সূত্র ধরে সেদিনের অনুষ্ঠানের লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায় বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে।
ভিডিওর ৩৩ মিনিট ৫০ সেকেন্ড থেকে পুতিনকে বক্তব্য শুরু করতে দেখা যায়। পরের ১০ সেকেন্ড পুতিনকে রুশ ভাষাতেই বক্তব্য দিতে দেখা যায়। এরপরই ভিন্ন একজন ব্যক্তি পুতিনের বক্তব্যকে বাংলায় অনুবাদ করতে শুরু করেন৷পুতিনের কণ্ঠস্বর এবং অনুবাদকারী ব্যক্তির কন্ঠস্বরে স্পষ্টতই ভিন্নতা দেখেছে রিউমর স্ক্যানার টিম।
অর্থাৎ, পুতিন সেদিন বাংলা ভাষায় বক্তব্য দেননি।
মূলত, গত ০৫ অক্টোবর পাবনার রূপপুরে জ্বালানি সরবরাহের সনদ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনুষ্ঠানে তিনি বাংলায় বক্তব্য দিয়েছেন শীর্ষক একটি দাবি কতিপয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। সেদিন রুশ প্রেসিডেন্ট রুশ ভাষাতেই বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যকে ভিন্ন এক ব্যক্তি বাংলায় অনুবাদ করে শুনিয়েছেন।
সুতরাং, রূপপুর প্রকল্পের অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রুশ ভাষায় দেওয়া বক্তব্যের ভিন্ন এক ব্যক্তির বাংলায় অনুবাদের ঘটনাকে পুতিন বাংলায় বক্তব্য দিয়েছেন দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangladesh Television: YouTube Live
- Dhaka Post: রূপপুর প্রকল্প সহযোগিতার ক্ষেত্রকে আরও গভীর করেছে : পুতিন