সম্প্রতি, “মহানবী (সা:) এর বাড়ী” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে ,এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং আর্কাইভ এখানে ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি মহানবী (সা:) বাড়ির নয় বরং এটি ইরানের মরুভূমিতে অবস্থিত একটি গ্রামের ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, অনলাইন মিডিয়া (ছবি, ভিডিও, অডিও) শেয়ারিং প্লাটফর্ম “WIKIMEDIA COMMONS” এর ওয়েবসাইটে ‘Iran – a village in the desert, broken houses after an earthquake in 1968’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, ছবি শেয়ারিং প্লাটফর্ম “Flickr” এ Jeanne Menjoulet কর্তৃক “Iran – a village in the desert, broken houses after an earthquake in 1968” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
মূলত, আলোচ্য ছবিটি ইরানের মরুভূমিতে অবস্থিত একটি গ্রামের যা কিনা ১৯৬৮ সালে ভুমিকম্পের ধ্বংসাবশেষ হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। ছবিটি ‘Jeanne Menjoulet’ নামের একজন ফটোগ্রাফার ১৯৯৯ সালের এপ্রিলে ধারণ করেন। ইরানের মরুভূমির গ্রামের এই ছবিকেই সাম্প্রতিক সময়ে মহানবী (সাঃ) এর বাড়ির ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
Also Read: ছবিগুলো মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যবহৃত সরঞ্জামের নয়
সুতরাং, ইরানে অবস্থিত মরুভূমির একটি গ্রামের বাড়ির ছবিকে মহানবী (সাঃ) এর বাড়ির ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: মহানবীর বাড়ী
- Claimed By: Facebook & TikTok users
- Fact Check: False
[/su_box]