হিরো আলমের নির্বাচন আজীবন নিষিদ্ধ করেনি প্রধানমন্ত্রী

সম্প্রতি “হিরো আলমের নির্বাচন আজীবন নিষিদ্ধ করলেন প্রধানমন্ত্রী” শীর্ষক শিরোনামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রচারিত হচ্ছে।

Screenshot from: Youtube

ইউটিউবে প্রচারিত এরকম ভিডিও দেখুন এখানে। 
আর্কাইভ ভার্সন দেখুন এখানে। 

ফেসবুকে প্রচারিত এরকম ভিডিও দেখুন এখানে। 
ভিডিওটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ইউটিউবার ও বগুড়া ৪ ও ৬ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের নির্বাচন আজীবন নিষিদ্ধ করেননি বরং কোনরূপ তথ্যসূত্র ছাড়াই চটকদার ক্যাপশন ও থাম্বনেইল ব্যবহার করে ভিত্তিহীনভাবে উক্ত তথ্যটি প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে হিরো আলমের নির্বাচন আজীবন নিষিদ্ধ শীর্ষক শিরোনামের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওর ক্যাপশন এবং থাম্বনেইলে উক্ত তথ্য প্রদান করা হলেও ভিডিওর বিস্তারিত অংশে উক্ত তথ্যের ব্যাপারে কোনো কথাই উল্লেখ নেই।

Screenshot from Al Minar youtube channel

এছাড়াও ভিডিওতে বিভিন্ন ব্যক্তিকে হিরো আলমের নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে সমর্থন দিতে দেখা যায় এবং সরকারের সমালোচনা করতে দেখা যায়।

পরবর্তীতে, হিরো আলমের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার তথ্যটি মূলধারার গণমাধ্যম পর্যবেক্ষণ করেও কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।

মূলত, গত ০১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া ৪ ও ৬ আসনে সংসদ সদস্য উপ নির্বাচনে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে নির্বাচনের ফলাফল অনুযায়ী দুইটি আসনেই পরাজিত হয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। পরবর্তীতে পরাজয়ের কারণ হিসেবে ভোট গণনায় কারচুপিকে দায়ী করে গণমাধ্যমে বেশ সরব হন হিরো আলম। এছাড়া হিরো আলমের এই দাবির পক্ষে বিপক্ষে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনায় সোচ্চার হন বিভিন্ন মহলের ব্যক্তিরা। উক্ত ঘটনার প্রেক্ষাপটে চটকদার শিরোনাম ব্যবহার করে ভিত্তিহীনভাবে হিরো আলমের নির্বাচন আজীবন নিষিদ্ধ করলেন সরকার/প্রধানমন্ত্রী শীর্ষক তথ্যটি প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বেও হিরো আলমকে নিয়ে চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচারের ঘটনায় ইতোমধ্যে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, হিরো আলমের নির্বাচন আজীবন নিষিদ্ধ করলেন সরকার/প্রধানমন্ত্রী শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • রিউমর স্ক্যানার টিমের নিজস্ব অনুসন্ধান

আরও পড়ুন

spot_img