সম্প্রতি, “পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩০” শীর্ষক শিরোনামে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত মসজিদের একটি ছবি সম্বলিত প্রতিবেদন দেশীয় গণমাধ্যম ‘যমুনা টিভি’র অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়। একই ছবি সম্বলিত বেশকিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তানে মসজিদে বোমা হামলার ঘটনার ছবি দাবিতে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২১ সালের অক্টোবরে আফগানিস্তানের একটি মসজিদে বোমা হামলার ছবি।
মূলত, পাকিস্তানের পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি মসজিদে গত ০৪ মার্চ শুক্রবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উক্ত বোমা হামলায় প্রায় ৫৬ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। এই বোমা হামলার ঘটনা নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উক্ত হামলার ছবি সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে, দেখুন এখানে এবং এখানে।

তবে, অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সাথে দেশীয় গণমাধ্যম যমুনা টিভিতে প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত ছবিটির মিল না থাকায় তা যাচাই করার চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম।

পরবর্তীতে, ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০২১ সালের ৮ অক্টোবরে ‘আফগানিস্তানে মসজিদে বোমা হামলা’ শীর্ষক একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে হবহু মিল খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে, এখানে, এখানে।

এছাড়াও, আফগানিস্তানে বোমা হামলার ঘটনায় ঐ সময় যমুনা টিভিতে প্রকাশিত ভিডিও প্রতিবেদনেও একই ছবিটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, ২০২১ সালে আফগানিস্তানে মসজিদে বোমা হামলার ঘটনায় ধারণকৃত ছবিকে সম্প্রতি পাকিস্তানের বোমা হামলার ছবি দাবিতে দেশীয় মূলধারার গণমাধ্যম যমুনা টিভিতে সংবাদ প্রচারিত হয়েছে।
উল্লেখ্য, রিউমর স্ক্যানার টিম পূর্বেও দেশীয় গণমাধ্যমে প্রচারিত ছবিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
Also Read: ভারতীয় যুবকের গুগলের ভুল ধরিয়ে ৬৫ কোটি টাকা পাওয়ার খবরটি মিথ্যা
সুতরাং, ২০২১ সালের ৮ অক্টোবরে আফগানিস্তানের কুন্দুজ শহরে এক মসজিদে বোমা হামলার ঘটনায় ধারণকৃত একটি পুরোনো ছবি সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মসজিদে বোমা হামলার ছবি হিসেবে উল্লেখ করে দেশীয় মূলধারার গণমাধ্যম যমুনা টিভি সহ সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩০
- Claimed By: Facebook Posts & Media Outlets
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- আফগানিস্তান: কুন্দুজের মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী হামলা – BBC News বাংলা
- At least 56 killed in suicide bombing at Pakistan mosque
- পাকিস্তানে মসজিদে হামলার দায় নিল আইএস, নিহত বেড়ে ৫৬ | প্রথম আলো
- Pakistan bombing kills dozens in Shia mosque in Peshawar – BBC News
- ISIS Claims Bombing of Pakistani Mosque, Killing Dozens – The New York Times
- Afghan Shias stunned but not broken by mosque blast
- Blast targeting mosque in Afghanistan’s Kunduz kills at least 100 | Daily Sabah
- IS bomber kills 55 at mosque in Kunduz – Newspaper – DAWN.COM