ভারতীয় যুবকের গুগলের ভুল ধরিয়ে ৬৫ কোটি টাকা পাওয়ার খবরটি মিথ্যা

সম্প্রতি, “গুগলের ভুল ধরিয়ে পেলেন ৬৫ কোটি টাকা” শীর্ষক শিরোনাম সহ একাধিক শিরোনামে যুগান্তর, জাগো নিউজ, আরটিভি, ঢাকা পোস্ট, সময় টিভি, বাংলাভিশন, নিউজ ২৪ সহ দেশের একাধিক মূলধারার সংবাদমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

Screenshot from Jagonews24 website

ফেসবুকে প্রচারিত পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভুল ধরিয়ে দেয়ার জন্য ভারতীয় সাইবার সিকিউরিটি এক্সপার্ট আমান পান্ডেকে ৬৫ কোটি টাকা দেয়নি গুগল বরং ২০২১ সালের ভালনারবিলিটি রিওয়ার্ড প্রোগ্রামে রিসার্চারদের সর্বমোট ৮.৭ মিলিয়ন ডলার বা ৬৫ কোটি রূপি প্রদান করা হয়েছে।

গত ১০ ফেব্রুয়ারিতে গুগল সিকিউরিটি ব্লগে “Vulnerability Reward Program: 2021 Year in Review” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায়, ২০২১ সালে ভালনারবিলিটি রিওয়ার্ড প্রোগ্রামের অধীনে দেয়া মোট পুরস্কারের পরিমাণ হল $8.7 মিলিয়ন ডলার।

Screenshot from Google Security Blog

দেশীও সংবাদমাধ্যমগুলোতে উল্লেখ করা হয়েছে গুগলের ভুল ধরার ফলে ভারতীয় আমান পান্ডেকে গুগল $8.7 মিলিয়ন ডলার বা ৬৫ কোটি টাকা প্রদান করে।

Screenshot from Dhaka Post Website

Also Read: আইপিএলে ক্রিকেটার নুরুল হাসান সোহানের দল পাওয়ার দাবিটি মিথ্যা

গুগলের সিকিউরিটি ব্লগটির ‘অ্যান্ড্রয়েড ভালনারবিলিটি রিওয়ার্ড প্রোগ্রাম’ অংশে আমান পান্ডের নাম খুঁজে পাওয়া যায়। মূলত, আমান পান্ডে ভারতীয় সিকিউরিটি রিসার্চার প্রতিষ্ঠান বাগসমিরর এর প্রতিষ্ঠাতা। অ্যান্ড্রয়েড ভালনারবিলিটি রিওয়ার্ড প্রোগ্রামের অধিনে ২০২১ সালে আমান পান্ডে ২৩২টি ভালনারবিলিটি ধরিয়ে দেয় যেটি তাকে অ্যান্ড্রয়েড ভালনারবিলিটি রিওয়ার্ড প্রোগ্রাম ২০২১ এর শীর্ষ রিসার্চারে অভিষিক্ত করে।

Screenshot from Google Security Blog

আমান পান্ডের ২০২১ সালের অ্যান্ড্রয়েড ভালনারবিলিটি রিওয়ার্ড প্রোগ্রামে শীর্ষ রিসার্চার হওয়ার বিষয়টি নিয়ে ভারতের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে এবং এখানে

৬৫ কোটি
Screenshot from DNA India Website

গুগল সিকিউরিটি ব্লগ হতে আরো জানা যায়, ২০২১ সালের অ্যান্ড্রয়েড ভালনারবিলিটি রিওয়ার্ড প্রোগ্রামের অধিনে ১১৯ জন রিসার্চারকে গুগল $2,935,244 ডলার রিওয়ার্ড প্রদান করে। এর মধ্যে সর্বোচ্চ রিওয়ার্ড ছিলো $157,000 ডলার যা “[email protected]” নামের একজন রিসার্চার পেয়েছেন।

Screenshot from Google Security Blog

সুতরাং, গুগলের ভালনারবিলিটি রিওয়ার্ড প্রোগ্রাম ২০২১ এর পুরষ্কারের মোট পরিমান $8.7 মিলিয়ন ডলারকে ভারতীয় আমান পান্ডের একক পুরস্কার দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: গুগলের ভুল ধরিয়ে পেলেন ৬৫ কোটি টাকা
  • Claimed By: News Outlets & Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Google Security Blog: https://security.googleblog.com/2022/02/vulnerability-reward-program-2021-year.html
  2. DNA India: https://www.dnaindia.com/technology/report-meet-aman-pandey-indian-researcher-who-topped-google-bug-bounty-program-in-2021-2934280
  3. Hindustan Times: https://tech.hindustantimes.com/tech/news/indian-techie-aman-pandey-gets-special-mention-for-google-bug-bounty-interventions-71644744890887.html

আরও পড়ুন

spot_img