সম্প্রতি, “প্যাগোডা ফুল, এই মহামেরু ফুল কেবলই হিমালয়ে পাওয়া যায়। এই গাছের ফুল প্রতি ৪০০ বছরে একবার ফুটে থাকে। বতর্মান প্রজন্মের সৌভাগ্য এই ফুলের পিকচার দেখা সম্ভব হয়েছে” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিতে থাকা ফুলের নাম প্যাগোডা নয় এবং ফুলটি ৪০০ বছর পর ফোটেনা বরং এটি Rheum Nobile নামের একটি ফুল যা হিমালয় অঞ্চলে প্রতি বছর জুলাই-আগস্ট মাসে ফোটে।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, গ্লোবাল মার্কেটপ্লেস লিস্টিং ওয়েবসাইট Etsy.com এ “Rheum Nobile ~ Sikkim Noble Rhubarb ~ Fabulous Herbaceous Plant” শিরোনামে প্রকাশিত পাতায় মূল ছবি সহ ফুলটির ভিন্ন আরো কিছু ছবি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, Etsy.com এর শিরোনাম হতে প্রাপ্ত নাম হতে অনুসন্ধান করে Flowers of India নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে ফুলটির সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায়।

এছাড়া, যুক্তরাজ্য-ভিত্তিক উদ্যানপালন দাতব্য প্রতিষ্ঠান Plants For A Future- এও ফুলটির সম্পর্কে তথ্য পাওয়া যায়।

মূলত, সিকিম রুবার্ব বা Rheum Nobile/Noble Rhubarb হিমালয়ের স্থানীয় একটি বিশাল ভেষজ উদ্ভিদ। Polygonaceae গোত্রের এই ফুলটি হিমালয় অঞ্চলে পাওয়া যায় এবং প্রতি বছর জুলাই-আগস্ট মাসে ফুটে থাকে। সিকিম রুবার্ব নামের এই ভেষজ উদ্ভিদের ছবিকেই প্যাগোডা ফুল, যা ৪০০ বছর অন্তর ফোটে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
Also Read: ছবিটি পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী কচ্ছপ জোনাথনের নয়
অন্যদিকে প্রচারিত পোস্টগুলোতে ব্যবহৃত প্যাগোডা ফ্লাওয়ার বা লালভান্ডির (Clerodendrum paniculatum) নামের ফুলটি Lamiaceae গোত্রের ভিন্ন একটি ফুল। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া যায় এবং ফুলটি ৬ ফুটের বেশি চওড়া হতে পারে। এই ফুল ফোটার মৌসুম অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ প্যাগোডা ফুল প্রতি বছরেই ফোটে, ৪০০ বছর অন্তর অন্তর নয়।

সুতরাং, সিকিম রুবার্ব নামের একটি ফুলের ছবিকে বর্তমানে ৪০০ বছর অন্তর অন্তর ফোটা প্যাগোডা ফুল দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: প্যাগোডা ফুল, এই মহামেরু ফুল কেবলই হিমালয়ে পাওয়া যায়। এই গাছের ফুল প্রতি ৪০০ বছরে একবার ফুটে থাকে
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Etsy.com: https://www.etsy.com/listing/606639446/rheum-nobile-sikkim-noble-rhubarb
- Flowers of India: https://www.flowersofindia.net/catalog/slides/Sikkim%20Rhubarb.html
- Plants For A Future: https://pfaf.org/user/Plant.aspx?LatinName=Rheum+nobile
- Florida Museum: https://www.floridamuseum.ufl.edu/exhibits/blog/pagoda-flower/
- Clerodendrum paniculatum: https://en.wikipedia.org/wiki/Clerodendrum_paniculatum
- Lamiaceae: https://en.wikipedia.org/wiki/Lamiaceae