কলেজ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের দৃশ্যকে ঢাবিতে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ দাবিতে প্রচার 

গত ৮ আগস্ট (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থাকা ১৮ টি হল শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এর প্রতিবাদে সেদিন রাতে বিক্ষোভ করে ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে, “এই মুহূর্তে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির বনাম ছাত্রদল সংঘাতে রণক্ষেত্র,আহত শতাধিক হয়েছে,গতরাতে কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘাত শুরু হয়!” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয় এবং এর সাথে ঢাবি ছাত্রদলের কমিটি ঘোষণারও কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের নভেম্বরে ঢাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের দৃশ্য। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে ইলেকট্রনিক গণমাধ্যম ‘bdnews24.com’ এর ফেসবুক পেজে ২০২৪ সালের ২৫ নভেম্বর “মেগা মানডে’: সংঘাতে রণক্ষেত্র মোল্লা কলেজ, আহত শতাধিক ঢাকার মাতুয়াইলের মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে।” শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি হুবহু মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner 

একই শিরোনামে বিডিনিউজ২৪ ডটকমের ওয়েবসাইটে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ২৫ নভেম্বর মোল্লা কলেজের সামনে প্রায় দুই ঘণ্টার এ সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। একই প্রতিবেদন থেকে সংঘর্ষের সূত্রপাত ও মূল ঘটনার সম্পর্কেও জানা যায়। এ বিষয়ে প্রতিবেদনটিতে বলা হয়, পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে মাহাবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় ২৪ নভেম্বর (২০২৪) ঘেরাও কর্মসূচি দেয় মোল্লা কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। ‘সুপার সানডে’ নামের ওই কর্মসূচি থেকে ন্যাশনাল মেডিকেল ও পাশের সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলার সময় সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে স্নাতকের পরীক্ষা দেওয়া কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরাও আক্রান্ত হন। স্থগিত হয় তাদের পরীক্ষা। এর প্রতিবাদে ‘মেগা মানডে’ কর্মসূচি দিয়ে দুই কলেজের শিক্ষার্থীরা ডেমরা সড়ক–সংলগ্ন মোল্লা কলেজে গিয়ে ২৫ নভেম্বর (২০২৪) হামলা ও লুটপাট করেন। এ সময় সেখানে দুই পক্ষের সংঘর্ষে প্রচুর শিক্ষার্থী আহত হন।

এছাড়া, একই বিষয়ে মূলধারার সংবাদমাধ্যম প্রথম আলোসহ একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। 

গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রে সাম্প্রতিক সময়ে ঢাবিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার কোনো সংঘর্ষের সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, ২০২৪ সালে ঢাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের দৃশ্যকে ঢাবিতে কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img