সম্প্রতি ‘কক্সবাজার বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কক্সবাজারের কোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের ০৫ আগস্ট যশোরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন আবাসিক হোটেলে অগ্নিসংযোগের ঘটনার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে Syed Ahsanur Haider নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ০৫ আগস্ট প্রকাশিত পোস্টে একাধিক ভিডিও খুঁজে পাওয়া যায়। এসব ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য লক্ষ্য করা যায়।
পোস্টটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ভিডিওগুলো যশোরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবির হোটেলে অগ্নিসংযোগের ঘটনার।
পরবর্তীতে, গণমাধ্যম ডেইলি সানের ওয়েবসাইটে ২০২৪ সালের ০৬ আগস্ট ‘যশোরে শাহীন চাকলাদারের হোটেলে আগুন, নিহত ১৮’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর মিল রয়েছে।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ৫ আগস্ট বিকেল ৪টার দিকে যশোর শহরের চিত্রার মোড়ে অবস্থিত যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবির ইন্টারন্যাশনাল নামক ১৪ তলা বিশিষ্ট পাঁচ তারকা হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রতিবেদনে সংযুক্ত ছবিটি উক্ত অগ্নিসংযোগের চিত্র বলে প্রতীয়মান হয়।

একই বিষয়ে গণমাধ্যম যুগান্তরের ওয়েবসাইটে ২০২৪ সালের ০৬ আগস্ট ‘শাহীন চাকলাদারের হোটেলে আগুন, নিহত বেড়ে ২৪’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই তথ্য ও ভিন্ন দিক থেকে ধারণকৃত পুড়ে যাওয়া জাবির ইন্টারন্যাশনাল ভবনের চিত্র পাওয়া যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রে সাম্প্রতিক সময়ে কক্সবাজারে কোনো ভবনে অগ্নিকাণ্ডের সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, কক্সবাজারে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ভিডিও দাবিতে গত বছরের ০৫ আগস্ট যশোরে আওয়ামী লীগ নেতার হোটেলে অগ্নিসংযোগের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা৷
তথ্যসূত্র
- Syed Ahsanur Haider – Facebook Post
- Daily Sun – যশোরে শাহীন চাকলাদারের হোটেলে আগুন, নিহত ১৮
- যুগান্তর – শাহীন চাকলাদারের হোটেলে আগুন, নিহত বেড়ে ২৪