মেট্রোরেলের ডিসপ্লেতে গ্রীন লাইন দেখা যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত

সম্প্রতি, ‘শুধু Oneplus, Samsung এর দোষ তাই না? মেট্রোরেলে গ্রিন লাইন!’ শীর্ষক ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ছবিটিতে দেখা যাচ্ছে, মিরপুর-১০ মেট্রো স্টেশনের ছবি এটি। এটি রেলের বগির ভেতরকার ছবি যেখানে ডিসপ্লেতে গ্রীন লাইন দেখা যাচ্ছে। 

ফেসবুক প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ছবিটি ২০২৩ সালেও প্রচার হতে দেখা যায়। দেখুন- এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিরপুর-১০ মেট্রো স্টেশনে অবস্থান করা রেলের বগির ভেতরে ডিসপ্লেতে গ্রীন লাইন দেখা যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়, বরং ভিন্ন একটি ছবিকে এডিট করে ২০২৩ সাল থেকেই উক্ত ছবিটি প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০২৩ সালের ০১ মার্চ “Metro rail will now stop at Mirpur-10 station” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ছবির ক্যাপচার, এঙ্গেল, ডিসপ্লেতে থাকা লিখা এবং প্রদর্শিত সময়ের হুবহু মিল রয়েছে। তবে ডেইলি স্টারের ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে গ্রীন লাইনের কোনো অস্তিত্ব নেই। 

Photo Comparison By Rumor Scanner 

অর্থাৎ, ডেইলি স্টারের ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। 

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে মেট্রো রেলের মিরপুর-১০ স্টেশনে অবস্থান করা রেলের বগির ভেতরের ডিসপ্লেতে গ্রীন লাইন  দেখা যাওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনে অবস্থান করা রেলের বগির ভেতরের ডিসপ্লেতে গ্রীন লাইন দেখা যাওয়ার দাবিতে প্রচারিত সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img