সম্প্রতি, “জুমার নামাজ এর পর কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে মুসলমান” শীর্ষক শিরোনামে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে মোদি বিরোধী আন্দোলনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সিলেটে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘golden sylhet tv’ নামের ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৯ মার্চে ” সিলেটে তালামীযের বিক্ষোভ মিছিল ও সমাবেশ” শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওর এর সাথে সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এছাড়া, “বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রাইভেট ইউনিভার্সিটি জোন, সিলেট” নামের ফেসবুক পেজে ২০২১ সালের ২৯ মার্চের একটি পোস্টে প্রচারিত ছবিগুলোর সাথে আলোচিত লাইভ ভিডিওর একই ঘটনায় ধারণকৃত কিছু স্থিরচিত্রের মিল খুঁজে পাওয়া যায়।
মূলত, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন উপলক্ষে ২০২১ সালের ২৬ মার্চ রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সারাদেশে মোদি বিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিলো। ঐ ঘটনার প্রতিবাদে ২০২১ সালের ২৯ মার্চ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরের আয়োজনে সিলেটে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঐ বিক্ষোভ মিছিল চলাকালে ধারণকৃত একটি ভিডিওই বর্তমানে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় পুনরায় ফেসবুকে কারাবন্দী আলেমদের মুক্তির চেয়ে রাজপথে মুসলমান দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং পেজ হতে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় প্রচারিত ভিডিওকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সুতরাং, ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে মোদির আগমন বিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বাংলাদেশ আনজুমানেতালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরের আয়োজনে অনুষ্ঠিত একটি বিক্ষোভ মিছিলের ঘটনায় ধারণকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে মুসলমান দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: জুমার নামাজ এর পর কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে মুসলমান
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- golden sylhet tv YouTube: https://youtu.be/E7VHEGMM4Eg
- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রাইভেট ইউনিভার্সিটি জোন, সিলেট FB Page: https://www.facebook.com/Admin.puvz/posts/777504373199044
- মোদীবিরোধী বিক্ষোভে নিহত পাঁচ, রবিবার হেফাজতের হরতাল | বিষয় | DW | 26.03.2021