সম্প্রতি, “জুমার নামাজ এর পর কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে হেফাজত!” শীর্ষক শিরোনামে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোন আন্দোলনের নয় বরং এটি ২০২১ সালের ২৬ মার্চ মোদি বিরোধী আন্দোলনে মৃত্যুর ঘটনায় পরদিন ২৭ মার্চে হেফাজত ইসলামের ডাকা হরতাল সমর্থনে ইসলামি আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ চলাকালীন ধারণকৃত ভিডিও।
ভিডিওটির কিছু স্থির চিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘Nazmul Hasan Chowdhury’ নামের ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৭ মার্চে “হেফাজতের মিছিলে পূর্ণ সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ইসলামী আন্দোলন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ‘Abrar Ibrahim’ নামের ফেসবুক আইডি থেকে ২০২১ সালের ২৭ মার্চে “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে মানুষ হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের #শায়েখে_চরমোনাই এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল এর কিছু অংশ।” শীর্ষক দাবিতে একই ঘটনায় ভিন্ন কোণ হতে ধারণকৃত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এছাড়াও, দেশীয় একাধিক সংবাদমাধ্যমে ২০২১ সালের ২৭ মার্চে ঢাকায় হেফাজতের হরতাল সমর্থনে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ নিয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে, এখানে এবং এখানে।
মূলত, ২০২১ সালের ২৬ মার্চ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের দিন চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় মোদি বিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষে পাঁচ হেফাজত সমর্থকের মৃত্যু হয়েছিলো। পাঁচ কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে পরদিন ২৭ মার্চ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে হেফাজতে ইসলাম। হেফাজতের ডাকা হরতালকে সমর্থন করে ২৭ মার্চ ঢাকায় বিক্ষোভ মিছিল করে ইসলামি আন্দোলন বাংলাদেশ। ঐ বিক্ষোভ চলাকালে ধারণকৃত একটি ভিডিও-ই বর্তমানে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় পুনরায় ফেসবুকে কারাবন্দী আলেমদের মুক্তির জন্যে হেফাজতের মিছিল দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
Also Read: ভিডিওটি হিজাব বিতর্কে প্রতিবাদী মুসকানকে পুলিশের সম্মাননা প্রদানের নয়
উল্লেখ্য, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং পেজ হতে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় প্রচারিত ভিডিওকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সুতরাং, ২০২১ সালের মার্চে মোদি বিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ হেফাজত কর্মীর মৃত্যুর প্রতিবাদে হেফাজতের ডাকা হরতাল সমর্থনে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিলের ঘটনায় ধারণকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে হেফাজত শীর্ষক দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: জুমার নামাজ এর পর কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে হেফাজত!
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- হেফাজতের হরতালে পূর্ণ সমার্থন জানিয়ে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ইসলামী আন্দোলন
- https://www.facebook.com/100065450190580/videos/103096358548704/
- হেফাজতের সকাল-সন্ধ্যা হরতাল কাল
- হেফাজতের হরতালে সমর্থন ইসলামী আন্দোলনের, ১ এপ্রিল সমাবেশ
- হেফাজতের হরতাল সমর্থন করে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ | 1018159 | কালের কণ্ঠ | kalerkantho
- হেফাজতের হরতালে সমর্থন চরমোনাই পীরের দলের
- মোদীবিরোধী বিক্ষোভে নিহত পাঁচ, রবিবার হেফাজতের হরতাল | বিষয় | DW | 26.03.2021