সম্প্রতি “মাশাআল্লাহ্ অনন্য প্রতিবাদ। কাঁপিয়ে দিলো ভারতসহ সারা দুনিয়াকে। সাহসী বোনটিকে বিশেষ সম্মাননা দিলো ভারতের কর্ণাটের পুলিশ বাহিনী।” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সম্প্রতি ভারতে হিজাব বিতর্কে আলোচিত তরুণী মুসকানকে পুলিশ কর্তৃক সম্মাননা প্রদানের নয় বরং ভিডিওটি ২০২০ সালে ভারতের মহারাষ্ট্র রাজ্যে ১৪ বছর বয়সী কিশোরী সাহরিশ কানওয়ালকে একদিনের জন্যে প্রতীকী ডিএসপির দায়িত্ব প্রদানের ঘটনায় ধারণ করা এবং সম্প্রতি মুসকানকে পুলিশ কর্তৃক কোনো সম্মাননা দেওয়া হয়নি।
অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওগুলোর প্রথম টেক্সট ওভারলেতে লেখা রয়েছে, “INTERNATIONAL WOMEN DAY: 14-YEAR-OLD GIRL BECOMES DSP ‘FOR A DAY’ IN MAHARASHTRA BULDHANA DISTRICT“। উক্ত লেখাটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে ২০২০ সালের ৫ মার্চে “International Women’s Day: Girls to act as collector, SP ‘for a day’ ” শীর্ষক শিরোনামে প্রচারিত প্রতিবেদনে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, ‘Buldhanapolice’ নামে ভারতীয় একটি ভেরিফাইড টুইটার একাউন্টে ২০২০ সালের ৪ মার্চে মহারাষ্ট্রের ঐ ঘটনা নিয়ে প্রচারিত একটি টুইটে কিশোরী সাহরিশ কানওয়ালকে প্রতীকী ডিএসপির দায়িত্ব প্রদান সম্পর্কিত কিছু ছবি খুঁজে পাওয়া যায়।
“ मलाही पोलीस अधिक्षक व्हायचयं.. ”
आजचा दिवस माझ्यासाठी अत्यंत महत्वाचा! – एक दिवसाच्या पोलीस अधिक्षीका सहरीश कवल, जिल्हा परिषद हायस्कुल, मलकापुर यांच्या अपेक्षा –पोलीस अधिक्षक, बुलडाणा मा.डॉ.दिलीप पाटील-भुजबळ यांचा जागतिक महिला दिनानिमित्त अभिनव उपक्रम. @DGPMaharashtra pic.twitter.com/aAiyQde6Xe— Buldhanapolice (@buldhanapolice1) March 4, 2020
মূলত, সাহরিশ কানওয়াল ভারতের নাগপুরের মালকাপুরে অবস্থিত জিলা পরিষদ উর্দু হাইস্কুলের শিক্ষার্থী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ২০২০ সালের মার্চে ভারতের মহারাষ্ট্র পুলিশ ১৪ বছর বয়সী শিক্ষার্থী সাহরিশ কানওয়ালকে একদিনের জন্য প্রতীকী ডিএসপির দায়িত্ব দিয়ে সম্মাননা প্রদান করে। সাহরিশ কানওয়ালকে নারী দিবস উপলক্ষে পুলিশ কর্তৃক প্রতীকী ডিএসপির দায়িত্ব দিয়ে একদিনের সম্মাননা প্রদানের ভিডিওই সাম্প্রতিক সময়ে আলোচিত তরুণী মুসকানকে কর্ণাটক পুলিশ কর্তৃক সম্মাননা দেওয়ার ভিডিও দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
তাছাড়া, আলোচিত তরুণী মুসকান খানকে কর্ণাটক পুলিশ সম্মাননা দিয়েছে এমন কোন তথ্য ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় নি।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের ঘটনাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে কর্ণাটকের মাণ্ড্য কলেজের বাণিজ্য শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুসকান খানকে হিজাব পড়ে কলেজে প্রবেশ করতে কতিপয় যুবক কর্তৃক বাঁধা ও হেনস্তার ঘটনায় মুসকান খানের প্রতিবাদী অবস্থান সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে।
সুতরাং, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ২০২০ সালের মার্চে ভারতের মহারাষ্ট্র রাজ্যে পুলিশ কর্তৃক এক স্কুল শিক্ষার্থীকে একদিনের জন্য প্রতীকী ডিএসপির দায়িত্ব প্রদানের ঘটনায় ধারণকৃত ভিডিও সাম্প্রতিক সময়ে ভারতের কর্ণাটকে হিজাব বিতর্কে আলোচিত প্রতিবাদী তরুণী মুসকান খানকে পুলিশের সম্মাননা প্রদান দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: সাহসী বোনটিকে বিশেষ সম্মাননা দিলো ভারতের কর্ণাটের পুলিশ বাহিনী
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]