ট্রেনে অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক হরতালে ট্রেনে আগুন লাগানোর দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি, “আজকের হরতাল চলাকালে পারাবত এক্সপ্রেসে আগুন দিল জনতা” শীর্ষক শিরোনামে ট্রেনে অগ্নিকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে(আর্কাইভ)। একই ভিডিওকে সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ভিডিও দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে(আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ট্রেনে অগ্নিকাণ্ডের আলোচিত ভিডিওটি সাম্প্রতিক হরতালে অগ্নিসংযোগের ঘটনার নয় বরং এটি ২০২২ সালের ১১ জুন যান্ত্রিক গোলযোগের কারণে মৌলভীবাজারে পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও।

অনুসন্ধানের শুরুতে সাম্প্রতিক হরতালে পারাবত এক্সপ্রেসে আগুন লাগার কোনো ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে জানতে গুগলে কি-ওয়ার্ড অনুসন্ধানে এমন কোনো তথ্য খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম।

পরবর্তীতে, আলোচিত ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে UNB-United News Bangladesh নামের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১১ জুন “Parabat train | মৌলভীবাজার শমসেরনগরে চলন্ত আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে ভয়াবহ আগুন | UNB” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ধারণকৃত স্থানের মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

ভিডিওর বিস্তারিত বিবরণী থেকে জানা যায় উক্ত ভিডিওটি ২০২২ সালের ১১ জুন মৌলভীবাজারের শমসেরনগরে আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের চলন্ত ট্রেনের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ধারণকৃত। 

পরর্বতীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম বাংলা ভিশনে’র ওয়েবসাইটে ২০২২ সালের ১১ জুন “সিলেটগামী চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০২২ সালের ১১ জুন দুপুর একটার দিকে ঢাকা থেকে সিলেটগামী ট্রেনটি কমলগঞ্জের শমসেরনগরের বিমানঘাঁটির পাশে পৌঁছালে ট্রেনটির এসি বগিতে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে এসি কিংবা পাওয়ার ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কথা নিশ্চিত করা হয় উক্ত প্রতিবেদনে।

উল্লেখ্য, সাম্প্রতিক বিএনপি ও তার সমমনা দলগুলোর ডাকা হরতাল-অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বেশ কয়েক বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত ট্রেনে অগ্নিসংযোগের কোনো তথ্য পাওয়া যায়নি।

মূলত, ২০২২ সালের ১১ জুন যান্ত্রিক গোলযোগের কারণে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের এসি বগিতে আগুন লেগে যায়। সেই অগ্নিকাণ্ডের ঘটনার একটি ভিডিওকে সম্প্রতি হরতালে পারাবত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশের আয়োজন করে। পরবর্তীতে মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার অভিযোগ এবং তা নিয়ে সংঘর্ষের জের ধরে সেই সমাবেশ স্থগিত করে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এদিন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। একইদিন রাতে সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি, নেতা-কর্মীদের হত্যা, গ্রেপ্তার ও হামলা, মহাসচিবকে গ্রেপ্তার ও নেতাদের বাসায় তল্লাশির প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি।

উল্লেখ্য, পূর্বেও পুরোনো ভিডিওকে সাম্প্রতিক হরতালের ভিডিও দাবিতে প্রচারিত হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, সাম্প্রতিক হরতালে পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img