পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের এই ভিডিওটি পুরোনো

সম্প্রতি, “আজকের ভিডিও। পুলিশের গাড়িতে আগুন। প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন” শীর্ষক শিরোনামে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

পুলিশের

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)। একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০১৮ সালের ১৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ভিডিও।

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের শুরুতেই প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, আলোচিত ভিডিওটিতে মূলধারার বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি’র লোগো সংযুক্ত রয়েছে।

উক্ত সূত্র ধরে আলোচিত ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০১৮ সালের ১৪ নভেম্বর মূলধারার গণমাধ্যম যমুনা টিভি’র ইউটিউব চ্যানেলে “নয়াপল্টনে পুলিশের গাড়িতে আগুন | Jamuna TV” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিও পর্যবেক্ষণ করে আলোচিত দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওর সাথে উক্ত ভিডিওর একটি অংশের মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner 

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের ১৪ নভেম্বর দুপুর ১টার দিকে একটি মিছিল বিএনপি কার্যালয়ে আসার সময় পুলিশ বাধা দিলে বাক-বিতন্ডায় জড়ায় নেতাকর্মীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ করে এবং পরে টিয়ারশেল ছুঁড়ে পুলিশ। এক পর্যায়ে শুরু হয়ে যায় ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষ। বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়ে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, মূলধারার গণমাধ্যম দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে ২০১৮ সালের ১৪নভেম্বর “নয়াপল্টনে পুলিশের গাড়িতে আগুন দিল বিএনপি নেতাকর্মীরা” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকেও পুলিশ-বিএনপির ঐ সংঘর্ষের ঘটনায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার বিষয়ে একই তথ্য জানা যায়।

মূলত, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২০১৮ সালের ১৪ নভেম্বর বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা মিছিল সহকারে বিএনপি’র নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এসময় অবরুদ্ধ সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্দেশ্যে পুলিশ বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে আগুন দেন বিএনপি নেতা-কর্মীরা। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঐ পুরোনো  ভিডিওকে বিএনপি’র সাম্প্রতিক আন্দোলনে  পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ভিডিও দাবিতে  ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

উল্লেখ্য, পূর্বে বিএনপি’র সমাবেশে পুলিশ-সাংবাদিক কর্তৃক আগুন লাগানোর মিথ্যা দাবি ইন্টারনেটে প্রচারিত হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

সুতরাং, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের পুরোনো ভিডিওকে বিএনপি’র সাম্প্রতিক আন্দোলনের সময়ের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img