প্রথম আলো’র ফটোকার্ড নকল করে ওবায়দুল কাদেরকে জড়িয়ে প্রধানমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি ‘মঞ্চে উঠে ওবায়দুল কাদেরকে অতিরিক্ত কথা বলতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী’ শীর্ষক দাবিতে প্রথম আলো’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট  (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মঞ্চে উঠে অতিরিক্ত কথা বলতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক দাবিটি সঠিক নয় এবং উক্ত দাবিতে প্রথম আলোও কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে প্রথম আলো’র আদলে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রথম আলো’র আদলে তৈরি আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে এই ফটোকার্ডটি প্রচারের তারিখ উল্লেখ করা হয়েছে ২৭ অক্টোবর, ২০২৩।

Screenshot: Facebook claim post

এ সূত্রে অনুসন্ধানে প্রথম আলো’র ভেরিফাইড ফেসবুক পেজে ২৭ অক্টোবর বিভিন্ন বিষয়ে প্রকাশিত অন্তত ৯ টি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

এই ফটোকার্ডগুলোর মধ্যে ওবায়দুল কাদেরকে নিয়ে প্রথম আলো’র ফটোকার্ডে আদলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফটোকার্ডটির ন্যায় কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। 

তবে গত ২৪ অক্টোবর পত্রিকাটির ফেসবুক পেজে বিএনপি’র মহাসমাবেশ নিয়ে ওবায়দুল কাদেরের মন্তব্য  সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। এই ফটোকার্ডটির সঙ্গে আলোচিত ফটোকার্ডটির মিল খুঁজে পাওয়া যায়।

Photocard Comparison: Rumor Scanner

ফটোকার্ড দুইটি বিশ্লেষণ করে দেখা যায়, ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশে যোগ দিতে দলটির নেতা-কর্মীদের ঢাকায় আসা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘কমিউনিটি সেন্টার ভাড়া করছে। আত্মীয়স্বজনের বাড়িতে উঠছে। কার আত্মীয় কে, এটাও খবর নেওয়া উচিত। এত আত্মীয় কোথা থেকে এল ঢাকা শহরে?’

পরবর্তীতে তার এই মন্তব্যটি সম্বলিত ফটোকার্ডটিই সম্পাদনা করে ‘মঞ্চে উঠে ওবায়দুল কাদেরকে অতিরিক্ত কথা বলতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী’ শীর্ষক দাবিতে প্রচার করা হচ্ছে।

অপরদিকে অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে ওবায়দুল কাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন কোনো নিষেধের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, ২৪ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক বর্ধিত সভায়  ওবায়দুল কাদের ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশে যোগ দিতে দলটির নেতা-কর্মীদের ঢাকায় আসা প্রসঙ্গে মন্তব্য করে বক্তব্য দেন। যা নিয়ে সে সময় প্রথম আলোতে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। অনুসন্ধানে দেখা যায়, সেই ফটোকার্ডটিই সম্পাদনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মঞ্চে উঠে অতিরিক্ত কথা বলতে নিষেধ করেছেন শীর্ষক তথ্য যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, দেশের প্রায় ৪০ টি রাজনৈতিক দলের ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুল তথ্যের বিষয়ে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার৷ এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

সুতরাং, প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মঞ্চে উঠে অতিরিক্ত কথা বলতে নিষেধ করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img