সম্প্রতি, “নুপুর শর্মার সমর্থনে হিন্দুরা জাগছে” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভারতে নূপুর শর্মা কর্তৃক হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি পরবর্তী সময়ে নূপুর শর্মার সমর্থনে মিছিলের নয় বরং এটি হনুমান জয়ন্তী উপলক্ষে বের হওয়া একটি শোভাযাত্রার পুরোনো ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘VK STATUS’ নামের একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের ১৭ এপ্রিলে “delhi jahangirpuri today news|Bajrang dal delhi jahangirpuri today” শীর্ষক শিরোনামে প্রকাশিত হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ভারতীয় সংবাদমাধ্যম ‘নবভারত টাইমস’ এর ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ ১৭ এপ্রিলে “हनुमान जयंती के मौके पर नोएडा में निकली शोभायात्रा” (অনুবাদ: হনুমান জয়ন্তী উপলক্ষে নয়ডায় শোভাযাত্রা) শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে ‘Vishva Hindu Parishad- VHP Noida’ নামের একটি ফেসবুক পেজে গত ১৯ এপ্রিলে “पूरा नोएडा हुआ भगवामय” শীর্ষক শিরোনামে একই ঘটনার ভিন্ন কোণ থেকে ধারণকৃত ৪৫ সেকেন্ড সময়ের আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
মূলত, হিন্দু বর্ষপঞ্জিতে অমাবস্যা পরবর্তী ১৫তম পূর্ণিমার দিনে বজরংবলীর জন্মোৎসব খ্যাত হনুমান জয়ন্তী পালিত হয়। উক্ত হনুমান জয়ন্তী উপলক্ষে বের হওয়া শোভাযাত্রার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে ভারতে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা কর্তৃক মোহাম্মদ (সা.) কে কটূক্তি পরবর্তী নূপুর শর্মার সমর্থনে প্রতিবাদ মিছিলের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
Also Read: নূপুর শর্মাকে মারধরের দাবিতে প্রচারিত ছবিটি প্রায় ১৪ বছর পুরোনো
প্রসঙ্গত, সম্প্রতি এক টেলিভিশন টকশোতে ভারতীয় জনতা পার্টির(বিজেপি) সরকারি মুখপাত্র নূপুর শর্মা মুসলমানদের অন্যতম ধর্মীয় পথনির্দেশক হজরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। উক্ত ঘটনার জেরে ভারতসহ মুসলিম বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। ইতোমধ্যে কটূক্তির অভিযোগে নূপুর শর্মাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিজেপি।
অর্থাৎ, বজরংবলীর জন্মোৎসব খ্যাত হনুমান জয়ন্তী উপলক্ষে বের হওয়া শোভাযাত্রার পুরোনো ভিডিওকে সম্প্রতি ভারতে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা কর্তৃক মোহাম্মদ (সা.) কে কটূক্তি পরবর্তী সময়ে নূপুর শর্মার সমর্থনে প্রতিবাদ মিছিলের ভিডিও দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- VK STATUS YT: https://youtu.be/kB2cqY0JjfQ
- Nav Bharat Times: https://navbharattimes.indiatimes.com/state/uttar-pradesh/noida/procession-in-noida-on-the-occasion-of-hanuman-jayanti/articleshow/90898788.cms
- Vishva Hindu Parishad- VHP Noida FB: https://www.facebook.com/vhpnoida/videos/1651950918479591/
- Hindustan Times: https://bangla.hindustantimes.com/astrology/perform-this-sindur-remedies-on-hanuman-jayanti-to-get-rid-of-problems-31650094818480.html
- BBC: https://www.bbc.com/bengali/news-61721517
- BBC: https://www.bbc.com/bengali/news-61704054