জ্বালানী তেলের অভাবে নয়, ৮টি ট্রেন বন্ধ নাশকতার শঙ্কায় 

সম্প্রতি জ্বালানী তেলের অভাবে ৮ টি ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

৮টি ট্রেন বন্ধ

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জ্বালানী তেলের অভাবে নয় বরং সাম্প্রতিক সময়ে ট্রেনে নাশকতা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে নিরাপত্তার কারণে উক্ত ৮টি ট্রেনের চলাচল স্থগিত রাখা হয়েছে।  

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে গত ২২ ডিসেম্বর আটটি ট্রেনের চলাচল স্থগিত, দুটি সীমিত শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

এই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চলমান হরতাল-অবরোধে নাশকতা এড়াতে চার জোড়া ট্রেনের চলাচল স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। চলাচলের পথ সীমিত করা হয়েছে এক জোড়া ট্রেনের। এসব ট্রেনের সব কটিই রাতে চলাচল করে। 

প্রথম আলো বলছে, রেলের হিসাবে এক জোড়া ট্রেন হলো গন্তব্য স্থানে যাওয়া ও আসা। অর্থাৎ চার জোড়া ট্রেনের চলাচল স্থগিত মানে আটটি ট্রেনের যাত্রা বাতিল হলো। 

রেলের মহাপরিচালক মো. কামরুল আহসান প্রথম আলোকে বলেছেন, এটা বড় কোনো ঘটনা নয়। রাতে কিছু ট্রেনে যাত্রী পাওয়া যায় না। এ ছাড়া হরতাল-অবরোধও আছে। সার্বিক বিবেচনা করে কিছু ট্রেনের যাত্রা সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হচ্ছে। আর একটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। 

পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বলেছেন, মূলত ট্রেনগুলো রাতে যাত্রা করে। আমরা নিরাপত্তা দিতে পারছি না। এজন্য বন্ধ রাখা হয়েছে। নিরাপদ ট্রেন করতে যা যা করার দরকার অমরা মিটিং করে সেটি করছি।

এ বিষয়ে আরো কিছু গণমাধ্যমের সংবাদ দেখুন আজকের পত্রিকা, কালবেলা, যমুনা টিভি। 

গণমাধ্যমের প্রতিবেদনে ট্রেনগুলো বন্ধ রাখার বিষয়ে নাশকতার শঙ্কা ব্যতিত জ্বালানী তেলের অভাব বা অন্য কোনো কারণ উল্লেখ পাওয়া যায়নি। 

মূলত, গত নভেম্বর থেকে হরতাল-অবরোধে দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু ট্রেনে আগুন দেওয়াসহ নানা ধরণের নাশকতার ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে নিরাপত্তার শঙ্কায় সম্প্রতি আটটি ট্রেনের চলাচল সাময়িক বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। উক্ত ঘটনাকেই জ্বালানী তেলের অভাবে ট্রেনগুলোর চলাচল বন্ধ হয়ে গেছে শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, পূর্বে পুলিশ কর্তৃক ট্রেনে আগুন দেওয়ার ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচারিত একটি ভিডিওর বিষয়ে ফ্যাক্টচেক প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, নিরাপত্তার শঙ্কায় দেশের আটটি ট্রেনে চলাচল বন্ধ রাখার ঘটনাকে জ্বালানী তেলের অভাবে ট্রেনগুলোর চলাচল বন্ধ হয়ে গেছে শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img