সম্প্রতি, “নীল রঙের কলা হয়, এ কথা শুনেছেন কখনও…” শীর্ষক শিরোনামে কিছু ছবি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে চলতি বছর (২০২৪) গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন জুম বাংলা, দেশ রূপান্তর।
উক্ত দাবিতে ২০২৩ সালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন ডেইলি বাংলাদেশ, নিউজ২৪, এমটিনিউজ২৪।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ওপার বাংলায় নিউজ১৪ বাংলা’র ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ব্লু জাভা কলাটির বাস্তব অস্তিত্ব থাকলেও এই কলার প্রকৃত রং আলোচিত ছবির কলার রং এর মত নীল নয় বরং এই জাতের কলাগুলো সম্পূর্ণ পরিপক্ব হওয়ার আগে এর রং হালকা নীলাভ-সবুজ থাকে এবং পরিপক্ক হওয়ার সাথে সাথে এগুলো হলুদ হয়ে যায়।
মূলত, ব্লু জাভা নামের কলাটি দক্ষিণ পূর্ব এশিয়ায় জন্মায় এবং পশ্চিম আমেরিকার হাওয়াইতে এই ফল খুব জনপ্রিয়। কলাগুলো কাঁচা অবস্থায় থাকলে নীলাভ-সবুজ রঙের হয়। পরবর্তীতে সম্পূর্ণরূপে পাকলে খোসা হলুদ হয়ে যায় এবং ভিতরের অংশ স্বাভাবিক অন্যান্য কলার মতই হলুদাভ হয়। এর স্বাদ একটি আপেল কলার মতো সামান্য টার্ট তবে তাদের একটি ঘন এবং সুপার ক্রিমি টেক্সচার রয়েছে। এই টেক্সচারের কারণেই ব্লু জাভা কলাকে আইসক্রিম কলা বলা হয়, তাদের স্বাদের জন্য নয়। সাম্প্রতিক সময়ে ইন্টারনেট থেকে ব্লু জাভা কলার কিছু এডিটেড ছবি সংগ্রহ করে এই কলার রং নীল এবং এর স্বাদ ভ্যানিলা আইসক্রিমের মতো দাবি করে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
পূর্বেও একই দাবিতে ছবিগুলো ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।