সম্প্রতি “নীল রঙের কলা-Blue Java Banana…” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ব্লু জাভা কলাটির বাস্তব অস্তিত্ব থাকলেও এই কলার প্রকৃত রং আলোচিত ছবির কলার রং এর মত নীল নয় বরং এই জাতের কলাগুলো সম্পূর্ণ পরিপক্ব হওয়ার আগে এর রং হালকা নীলাভ-সবুজ থাকে এবং পরিপক্ক হওয়ার সাথে সাথে এগুলো হলুদ হয়ে যায়।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে, ’Epic Gardening’ নামের একটি ওয়েবসাইটে ২০২১ সালের ১৭ মে “Blue Java Banana: The Ice Cream Banana Plant” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রবন্ধে আলোচিত ব্লু জাভা কলা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।

পাশাপাশি, ‘MiamiFruit’ নামের যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ই-কমার্স প্ল্যাটফর্মে “BLUE JAVA (ICE CREAM) BANANA” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্টে ব্লু জাভা কলার কিছু ছবি এবং এর বিবরণী খুঁজে পাওয়া যায়। সেখানেও উল্লেখ করা রয়েছে যে, এই ফলটি প্রকৃতপক্ষে নীল নয়। ইন্টারনেটে নীল জাভার অনেক ছবি পাওয়া যায় যেগুলো কিনা ফটোশপের মাধ্যমে এডিট করা।

মূলত, ব্লু জাভা নামের কলাটি দক্ষিণ পূর্ব এশিয়ায় জন্মায় এবং পশ্চিম আমেরিকার হাওয়াইতে এই ফল খুব জনপ্রিয়। কলাগুলো কাঁচা অবস্থায় থাকলে নীলাভ-সবুজ রঙের হয়। পরবর্তীতে সম্পূর্ণরূপে পাকলে খোসা হলুদ হয়ে যায় এবং ভিতরের অংশ স্বাভাবিক অন্যান্য কলার মতই হলুদাভ হয়। এর স্বাদ একটি আপেল কলার মতো সামান্য টার্ট তবে তাদের একটি ঘন এবং সুপার ক্রিমি টেক্সচার রয়েছে। এই টেক্সচারের কারণেই ব্লু জাভা কলাকে আইসক্রিম কলা বলা হয়, তাদের স্বাদের জন্য নয়। সাম্প্রতিক সময়ে ইন্টারনেট থেকে ব্লু জাভা কলার কিছু এডিটেড ছবি সংগ্রহ করে এই কলার রং নীল এবং এর স্বাদ ভ্যানিলা আইসক্রিমের মতো দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও বিষয়টি একই দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ফ্যাক্টচেকিং সংস্থা USA TODAY বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
সুতরাং, ব্লু জাভা জাতের কলার কিছু এডিটেড ছবি সংযুক্ত করে এই কলার রং সম্পূর্ণ নীল এবং এর স্বাদ ভ্যানিলা আইসক্রিমের মতো দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Epic Gardening: Blue Java Banana: The Ice Cream Banana Plant – Epic Gardening
MiamiFruit: Blue Java (Ice Cream) Banana *Pre-Order