সম্প্রতি, “জামায়াত ইসলাম সব জায়গায় মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে: এরা ইসলামিক দল নয় জঙ্গি সংগঠন” শীর্ষক শিরোনামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বক্তব্য দাবিতে মূলধারার সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “জামায়াত ইসলাম সব জায়গায় মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে: এরা ইসলামিক দল নয় জঙ্গি সংগঠন” শীর্ষক তথ্যে বা শিরোনামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বক্তব্য দাবিতে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, সারোয়ার তুষারও এরূপ কোনো মন্তব্য করেননি। তবে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতের কার্যক্রমকে সম্প্রতি মাফিয়াগিরি বলেছেন, তবে তিনিও জামায়াতকে জঙ্গি সংগঠন বলেননি।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ২০ অক্টোবর উল্লেখ রয়েছে।
কালের কণ্ঠের লোগোর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কালের কণ্ঠের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ২০ অক্টোবরে “সারোয়ার তুষার | শাপলা না দিলে নির্বাচন কমিশন দেশ থেকে পালানোর জায়গা পাবে না” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘শাপলা না দিলে নির্বাচন কমিশন দেশ থেকে পালানোর জায়গা পাবে না’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘জামায়াত ইসলাম সব জায়গায় মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে: এরা ইসলামিক দল নয় জঙ্গি সংগঠন এনসিপি’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, ফন্টেও অমিল রয়েছে।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, “জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আমাদেরকে প্রতিদিন ইলেকশন কমিশন বলছে শাপলা প্রতীক দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না— এই প্রশ্নে তারা কোনো যৌক্তিক কথা বলতে পারছে না। তারা আমাদেরকে বলছে এই প্রতীক দেওয়া যাবে না, কারণ এটা নাকি সংবিধানে জাতীয় প্রতীক। আমরা বললাম এটা তো কোনোভাবেই জাতীয় প্রতীক না।.. সম্প্রতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলনে সংহতি জানিয়ে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।.. (তুষার বলেন) ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না যদি জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক না দেয়।”
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
এছাড়াও, এ বিষয়ে ২২ অক্টোবর সারোয়ার তুষার তার ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি সংযুক্ত করে লিখেন, ‘এ ধরনের কোনো কথা আমি বলি নাই। কিন্তু আমার নামে এসব ফটোকার্ড প্রচার করা হচ্ছে। নিন্দনীয় ও গর্হিত। রাজনৈতিক সমালোচনা করেছি, করব। তবে যা বলিনি তা মনের মাধুরী মিশিয়ে প্রচার করা থেকে বিরত থাকতে হবে।’
তবে এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের একটি ভিডিও মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে গত ১৯ অক্টোবর প্রচার হতে দেখা যায়। ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলতে শোনা যায়, ‘..আপনারা জানেন যে একটি দল নিজস্ব ব্যানার জামায়াতে ইসলামী নাম দিয়েছে। কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছি হাজারো এখানে ৯০% মানুষ মুসলমান যাদের সকলের ধর্ম ইসলাম, কিন্তু আজকে ইসলামকে ১০℅ এ টেনে এনে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এরিনার সর্ব জায়গায় এ ধরণের একটি মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে। এ জন্য আমরা বলেছি কোন নির্দিষ্ট ইসলাম, কোনো নির্দিষ্ট ফ্যামিলির কাছে ইলেকশন কমিশন বর্গা না দেওয়ার জন্য।..’ তবে বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকেও জামায়াত ইসলামীকে জঙ্গি সংগঠন বলতে শোনা যায়নি।
সুতরাং, এনসিপি নেতা সারোয়ার তুষার বলেছেন “জামায়াত ইসলাম সব জায়গায় মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে: এরা ইসলামিক দল নয় জঙ্গি সংগঠন” শীর্ষক দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kaler Kantho – Facebook Post
- Kaler Kantho – ইসি আমাদের খাট, পালঙ্ক, চেয়ার, টেবিল এই ধরনের প্রতীক দিতে চায়
- DBC News Daily – জামায়াত ইসলাম সব জায়গায় মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে: নাসির উদ্দিন পাটোয়ারী
- Sarwar Tusher – Facebook Post
- Rumor Scanner’s analysis