সম্প্রতি ‘না ফেরার দেশে পাড়ি জমালেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেটার’ শিরোনামে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবিযুক্ত একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা যাননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই একাধিক ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত দাবিগুলোর পোস্টের কমেন্টে তথ্যসূত্র হিসেবে একাধিক ব্লগপোস্টের (১, ২) লিংক দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘onlinenewspaper24h.blogspot.com’ ও ‘sportstimessy.blogspot.com’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এসব সাইটগুলো ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়।
উক্ত লিংকে ‘না ফেরার দেশে পাড়ি জমালেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেটার’ শিরোনামে প্রকাশিত দুটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত এসব প্রতিবেদনে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াজির মোহাম্মদের মৃত্যুর বিষয়ে উল্লেখ করা হয়েছে। এসব প্রতিবেদনে ইমরান খানের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ গত ১৩ অক্টোবর ইংল্যান্ডের বার্মিংহামে মারা গেছেন।
পরবর্তীতে, ইমরান খানের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি। ইমরান খান বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে কারারুদ্ধ রয়েছেন।
গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রে আলোচিত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
উল্লেখ্য, রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এসব ফ্রি ডোমেইনের সাইটগুলো নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে এসব ফ্রি ডোমেইনের পেছনে সংঘবদ্ধ চক্র কাজ করছে।
সুতরাং, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান মারা গেছেন দাবিতে প্রচারিত তথ্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Imran Khan – Facebook Page
- Imran Khan – Facebook Post