সম্প্রতি রাজধানীর মিরপুরে মেট্রোরেলে অগ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পাশাপাশি, ভিডিও প্রচারকারী ব্যক্তি, মেট্রোরেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা গত ১৫ অক্টোবরে ঘটেছে বলেও মন্তব্য করেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুলাই মাসে কোটা আন্দোলন চলাকালীন সময়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিকাণ্ডের দৃশ্যকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে বেসরকারী ইলেকট্রনিক গণমাধ্যম ‘ইনডিপেনডেন্ট টিভি’র লোগো দেখতে পাওয়া যায়। এর সূত্রে ‘Independent Television’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৮ জুলাইয়ে প্রচার হওয়া একটি শর্টস ভিডিও খুঁজে পাওয়া যায়। ১২ সেকেন্ড সময়ের এই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

মূল ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাইয়ে কোটা আন্দোলন চলাকালীন সময়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়া হয়, এটি মূলত সেই ঘটনারই দৃশ্য।
পরবর্তী অনুসন্ধানে আলোচিত বিষয়ে মূলধারার সংবাদমাধ্যম ‘The Business Standard’ এর ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ ২০২৪ সালের ১৮ জুলাইয়ে “মিরপুরে ১০-এ মেট্রোরেল লাইনের নিচে ওভারব্রিজে আগুন; মেট্রো চলাচল বন্ধ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির ফিচারে সংযুক্ত ছবির সঙ্গেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
প্রতিবেদনের বিস্তারিত অংশ থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে রাজধানীর মিরপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পুলিশ বক্সে এবং ফুটওভার ব্রীজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনার নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
তাছাড়া, সাম্প্রতিক সময়ে মেট্রোরেলে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে খবর প্রচার হতো। তবে, এক্ষেত্রে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে সম্প্রতি মেট্রোরেলে এমন অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি।
তবে, গত ১৪ অক্টোবরে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে সাত তলা একটি পোশাক কারখানা এবং এর লাগোয়া একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মোট ১৬ জন নিহত হন বলে জানা গেছে।
সুতরাং, ২০২৪ সালে কোটা আন্দোলন চলাকালীন সময়ে মিরপুরে ১০-এ মেট্রোরেল লাইনের নিচে ওভারব্রিজে অগ্নিকাণ্ডের দৃশ্যকে সম্প্রতি মিরপুর-১০ মেট্রোরেলে আগুন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Independent Television: মিরপুরে আগুনের ভেতর দিয়ে ছুটছে মেট্রোরেল
- The Business Standard: মিরপুরে ১০-এ মেট্রোরেল লাইনের নিচে ওভারব্রিজে আগুন; মেট্রো চলাচল বন্ধ
- Prothom Alo: মিরপুরে আগুনে ১৬ মৃত্যু: ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলা