সম্প্রতি, “ধৈর্যকে শক্তি করে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ২য় হলেন ঢাবির মোরশেদুর” শীর্ষক শিরোনামে একটি সংবাদ ভুঁইফোড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে । আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মোরশেদুর রহমানের বিসিএসে দ্বিতীয় হওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং ঘটনাটি ২০১৩ সালের
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় মূলধারার সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ এর অনলাইন সংস্করণে ২০১৩ সালের ১ ডিসেম্বরে “যেভাবে সফল হলাম” শীর্ষক শিরোনামে ৩৩তম বিসিএসের মেধাতালিকায় শীর্ষস্থান অর্জনকারী তিনজনকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ৩৩তম বিসিএসের সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় হওয়া আলোচিত মোরশেদুর রহমানের সাক্ষাৎকারও লক্ষ্য করা যায়।
মূলত, প্রথম আলোতে ২০১৩ সালের ৩৩তম বিসিএসে মেধাতালিকায় শীর্ষস্থান অর্জনকারী তিনজনকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে দ্বিতীয় স্থান অর্জনকারী মোরশেদুর রহমানের সাক্ষাৎকারের লেখাটিকে অপরিবর্তিত রেখে অর্থাৎ হুবহু কপি করে তারিখ উল্লেখ ছাড়াই সাম্প্রতিক সময়ে ৪০ তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার পর বিষয়টি পুনরায় বিভ্রান্তিকরভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
Also Read: বিসিএসে হালিমার চতুর্থ হওয়ার খবরটি এক বছর পুরোনো
উল্লেখ্য, ২০১৩ সালের ২১ নভেম্বরে পিএসসি কর্তৃক ৩৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় এবং সর্বশেষ ২০১৪ সালের জুলাই মাসে ৩৩তম বিসিএসে চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়।
অর্থাৎ, ২০১৩ সালে ৩৩তম বিসিএসে দ্বিতীয় হওয়া মোরশেদুর রহমানকে নিয়ে প্রথম আলোতে প্রকাশিত সংবাদকে হুবহু কপি করে সম্প্রতি ৪০তম বিসিএসের ফল প্রকাশিত হওয়ার পর কোনো তারিখ উল্লেখ ছাড়া নতুন করে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ধৈর্যকে শক্তি করে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ২য় হলেন ঢাবির মোরশেদুর
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- ProthomAlo – https://www.prothomalo.com/feature/shapno/%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE
- MOPA 33th BCS Link – https://mopa.gov.bd/site/view/bcs_recruit/33th
- Final 33th BCS gazette – https://mopa.gov.bd/sites/default/files/files/mopa.gov.bd/bcs_recruit/ced192ce_0efe_4eaa_b7d9_61ff146ecda8/newappoint-2014-90-r1.PDF