গতকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক নারী ৪ মিনিটে ৫০ টা ভোট দিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল এই ভিডিওতে মধ্যবয়সী এক নারীকে বলতে শোনা (১ মিনিট ১৮ সেকেন্ড সময় থেকে) যায়, “আরেক মহিলা কইসে, আমি চার মিনিটে ৫০ টা ভোট দিসি।”
মূলত এই মন্তব্যটি শিরোনামে ব্যবহার করে ভিডিওটি গতকাল ইন্টারনেটে ব্যাপকভাবে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার টিম।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত এই ভিডিওটি গতকাল অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময়ের নয় বরং ২০২৩ সালের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনের সময়ে এক নারীর ৪ মিনিটে ৫০ টি ভোট প্রদানের দাবি সম্বলিত পুরোনো ভিডিওকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০২৩ সালের ২০ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ইউটিউব চ্যানেলে ‘৪ মিনিটে ৫০ টা ভোট দিছি, আমি আর কত ভোট দিমু? (ঢাকা ১৭ আসনের একজন মহিলা ভোটার)’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওটি’র সাথে আলোচিত ভিডিওটি’র হুবহু মিল পাওয়া যায়।
সেখানে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, এই ভিডিওটি ২০২৩ সালের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনের সময়ে ধারণকৃত।
এছাড়াও পরবর্তীতে কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ২০২৩ সালে ঢাকা-১৭ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী (পরাজিত) ও কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও ২০২৩ সালের ১৯ জুলাই প্রকাশিত উক্ত ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, এই ভিডিওটি দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট প্রদানের সময়ের নয়।
মূলত, ২০২৩ সালের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনের সময়ে এক নারীর ৪ মিনিটে ৫০ টি ভোট প্রদানের দাবি সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। উক্ত ভিডিওকেই গতকাল (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘটনা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইন্টারনেটে প্রচারিত একাধিক ভুল তথ্য শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, এক নারীর ৪ মিনিটে ৫০ টি ভোট প্রদানের দাবি সম্বলিত উপ নির্বাচনের পুরোনো ভিডিওকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভিডিও দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BNP YouTube: ৪ মিনিটে ৫০ টা ভোট দিছি, আমি আর কত ভোট দিমু? (ঢাকা ১৭ আসনের একজন মহিলা ভোটার)
- Hero Alom Official YouTube: ভোটঃ আমি ৪ মিনিটে ৫০ টা দিছি, আমি আর কত দিমু ‘ফাতিমা হয়ে গেলো আকলিমা’ আরাফাত এমপির কি ভাবে হয
- Rumor Scanner’s Own Analysis