গেল মার্চে হিযবুত তাহ্‌রীর সাথে পুলিশের সংঘর্ষের দৃশ্যকে ০১ আগস্টের ঘটনা দাবিতে প্রচার

গতকাল ০১ আগস্ট (শুক্রবার)  ‘ঢাকা এই মুহুর্তে জুম্মার নামাজে পরে জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিজবুল তাহরীর নেতাকর্মীদের সাথে পুলিশের ব‍্যাপক সংঘর্ষ চলছে…জঙ্গিবাদ বাংলাদেশ জিন্দাবাদ।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, গত ৭ মার্চ (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের একটি মিছিল টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এটি সেই ঘটনারই একটি ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটিতে থাকা লোগোর সূত্র ধরে অনলাইন নিউজ পোর্টাল “NEWS NOW বাংলা” ফেসবুক পেজে ২০২৫ সালের ৭ মার্চ ‘ক্যামেরায় ধ’রা পড়লো হিজবুত তা’হরীর উপ’র পু’লি’শের সা’উন্ড গ্রে’নেড মা’রা’র দৃ’শ্য!’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২৫ সালের ৭ মার্চ “নিষিদ্ধ হিযবুতের মিছিলে পুলিশের টিয়ারশেল, ধাওয়া-পাল্টা ধাওয়া” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ৭ মার্চ (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহরীরের কর্মীরা।

এ বিষয়ে সেসময় বিভিন্ন গণমাধ্যম একই তথ্যসংবলিত সংবাদ (,,) প্রচার করে।

সুতরাং, গত মার্চে ঢাকায় পুলিশ কর্তৃক টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হিযবুত তাহ্‌রীরের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করার দৃশ্যকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img