সম্প্রতি বাংলাদেশি অভিনেত্রী আজমেরী বাঁধনের ছবি দাবিতে ‘আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন’ ক্যাপশনে একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেত্রী আজমেরী বাঁধনের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, একজন ভারতীয় মডেলের ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে অভিনেত্রী বাঁধনের ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট যাচাই করে আলোচিত ছবিগুলো খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, Antara Das নামক ভারতীয় মডেলের ফেসবুক প্রোফাইলে গত ২০ জুলাই প্রকাশিত একটি পোস্টে কিছু ছবি খুঁজে পাওয়া যায়। এসব ছবির সাথে আলোচিত ছবিগুলোর আংশিক সাদৃশ্য রয়েছে।

ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, অভিনেত্রী বাঁধনের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলোর সাথে এসব ছবিতে থাকা ব্যক্তির পোশাক, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সবকিছুর মিল রয়েছে কিন্তু ছবিগুলোতে থাকা নারীদের চেহারা ভিন্ন। প্রকৃতপক্ষে, মূল ছবিগুলোতে উক্ত ব্যক্তির মুখমণ্ডলের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আজমেরী হক বাঁধনের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
উক্ত ফেসবুক প্রোফাইলের বিবরণী থেকে জানা যায়, ছবির ব্যক্তির নাম অন্তরা দাস এবং তিনি ভারতের কলকাতায় বসবাসকারী একজন ফ্যাশন মডেল ।
অন্তরা দাসের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একই পোশাক পরিহিত ও একই পশ্চাৎপটে তার একাধিক ভিডিও (১, ২) পোস্ট করা হয়েছে।
সুতরাং, অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো সম্পাদিত।
তথ্যসূত্র
- Azmeri Haque (Badhan) – Facebook Page
- Azmeri Haque – Instagram Account
- Antara Das – Facebook Post
- Antara Das – Instagram Post (1, 2)