কিশোর কর্তৃক স্কুলছাত্রীর গলায় ছুরি ধরার ঘটনাটি ভারতের, বাংলাদেশের নয় 

সম্প্রতি ‘বর্তমান বাংলাদেশের কিশোর গ্যাং এর কাহিনী সব দেশের সিনেমাকে হার মানায়।’ ক্যাপশনে ‘বাংলাদেশে এক কিশোরীর গলায় কিশোর গ্যাংয়ের একজন সদস্য ছুরি ধরেছে’ এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত জুলাইয়ে ভারতের মহারাষ্ট্রের সাতারায় এক কিশোরীর গলায় একজন কিশোরের ছুরি ধরার দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণমাধ্যম Times Now এর এক্স হ্যান্ডেলে গত ২২ জুলাই প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ছবিগুলোর সাথে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

Comparison: Rumor Scanner 

পোস্টটির সাথে যুক্ত লিংকে স্থানীয় গণমাধ্যম Mumbai Now এর ওয়েবসাইটে গত ২২ জুলাই ‘Maharashtra: Teen Holds Knife To School Girl’s Neck But One Man’s Quick Move Saves Her Life – VIDEO’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও যুক্ত করা হয়েছে।

প্রতিবেদনটি থেকে জানা যায়, সেদিন ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাতারার কারাঞ্জের বাসাপ্পা পেঠের করাদ রোড এলাকায় একজন যুবক রাস্তার মাঝখানে এক স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে। পরবর্তীতে আশপাশের লোকজন কৌশলে দ্রুত এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে। সাতারার পুলিশ সুপার তুষার দোশি বাসিন্দাদের আশ্বস্ত করেছেন যে অভিযুক্তকে হেফাজতে রাখা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

একই বিষয়ে আরেক ভারতীয় গণমাধ্যম NEWS9 এর ইউটিউব চ্যানেলে গত ২২ জুলাই ‘Satara Horror: Cop Saves Girl from Knife-Wielding Stalker in Broad Daylight’ শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে একই চিত্র ও তথ্য খুঁজে পাওয়া যায়। 

সুতরাং, বাংলাদেশে একজন কিশোর গ্যাং সদস্য এক স্কুল ছাত্রীর গলায় ছুরি ধরার ভিডিও দাবিতে ভারতে এক কিশোরের স্কুলছাত্রীর গলায় ছুরি ধরার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img