মঙ্গলবার, ডিসেম্বর 5, 2023
spot_img

বাংলাদেশ ক্রিকেট দলকে জড়িয়ে মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, ‘বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের সবাই আওয়ামি লীগ করে, তাই এই জয়ে আমাদের কিচ্ছু আসে যায় না’ শীর্ষক মন্তব্যকে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

মির্জা ফখরুল

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত এই ফটোকার্ডটি Bangla Politix নামের একটি কমেডি ফেসবুক পেজের মাধ্যমে প্রথমে প্রচার করা হয় এবং পরবর্তীতে এটি মির্জা ফখরুলের মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এটির ওপরের অংশে ‘বাংলা পলিটিক্স’ শীর্ষক একটি লোগো খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook 

এই লোগোর সূত্র ধরে প্রাসাঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Bangla Politix নামের ফেসবুক পেজে গত ১৬ সেপ্টেম্বর প্রকাশিত এই ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Bangla Politix Facebook

এছাড়াও, পেজটির ক্যাটেগরি সেকশনে গিয়ে দেখা যায়, এটি একটি কমেডি পেজ। বিভিন্ন সময়ে এই পেজটি থেকে বিভিন্ন কমেডিধর্মী পোস্ট প্রচার করতে দেখা যায়।

Screenshot: Bangla Politix Facebook

অর্থাৎ, এই পেজটি থেকে আলোচিত ফটোকার্ডটি ব্যাঙ্গাত্মক হিসেবে প্রথমে প্রচার হয় এবং পরবর্তীতে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

এছাড়াও, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কোনো মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, গত ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারত ক্রিকেট টিমকে পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট টিম। এর পরদিন অর্থাৎ গত ১৬ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের সবাই আওয়ামি লীগ করে, তাই এই জয়ে আমাদের কিচ্ছু আসে যায় না’ শীর্ষক একটি ফটোকার্ড Bangla Politix নামের একটি কমেডি ফেসবুক পেজের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য হিসেবে প্রচার করা হয়। পরবর্তীতে আলোচিত এই ফটোকার্ডটি বাস্তব দাবিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। প্রকৃতপক্ষে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। এছাড়াও তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ও আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ এবং ২০১৮ সালে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, পূর্বেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ইন্টারনেটে ভুয়া মন্তব্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ‘বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের সবাই আওয়ামি লীগ করে, তাই এই জয়ে আমাদের কিচ্ছু আসে যায় না’ শীর্ষক মন্তব্যটিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img