সম্প্রতি, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা অনলাইন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিচ্ছে দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি মুঠোফোনের খুদে বার্তা হিসেবে পাঠানো হচ্ছে। এই বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
একটি নিয়োগ বিজ্ঞপ্তি’র লিংক সামাজিক যোগাযোগমাধ্যম এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। প্রচারিত বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হলো-
META Latest Recruitment 2024, Good news, you’ve been selected to join the Facebook Meta team as an online assistant for the latest trends WEB 3.0. Work less than half an hour daily and earn up to ৳48000 per day. (LIMITED TIME ONLY) Contact us to reserve your place now. (Candidates must be at least 22 years old) If you want to accept the offer, reply “Yes” and then click on the link below to contact us on WhatsApp. (WhatsApp) Link: http://2024za.com. Reply {Yes} to confirm your participation. Click on the link above and contact our HR department via WhatsApp
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই দাবিটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মগুলো, যেমন মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ফরওয়ার্ড করে সবচেয়ে বেশি ছড়াতে দেখা যাচ্ছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা অনলাইন অ্যাসিসটেন্ট চেয়ে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেনি বরং প্রতারণার উদ্দেশ্যে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মেটা’র নাম ব্যবহার করে প্রচার করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানের শুরুতে দেখা যায় যে, +৬০ কান্ট্রি কোড দিয়ে শুরু হওয়া একাধিক নাম্বার থেকে নিয়োগ বার্তাটি পাঠানো হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, +৬০ কান্ট্রি কোডটি মালয়েশিয়ার।
এসব নিয়োগ বার্তার সাথে একটি লিংক যুক্ত করে দেওয়া হয়। এমনই এক লিংকে প্রবেশ করে্লে মালয়েশিয়ার নাম্বার দিয়ে খোলা ‘Marion Gomez’ নামের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়ে যায়।
পরবর্তীতে উক্ত হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে যোগাযোগ করা হলে তারা ‘Potato Chat’ নামের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোডের কথা বলে। কিন্তু নিরাপত্তার স্বার্থে রিউমর স্ক্যানার টিম উক্ত অ্যাপটি ইন্সটল করেনি।
তবে এই নিয়োগের সত্যতা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম মেটার ওয়েবসাইটে থাকা প্রতিষ্ঠানটির নিয়োগ সংক্রান্ত সেকশন পর্যবেক্ষণ করে আলোচিত নিয়োগ সম্পর্কিত কোনো তথ্য পায়নি।
পাশাপাশি, মেটা’র ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, এটি একটি প্রতারণার উদ্দেশ্যে প্রচারিত তথ্য।
Read More: ফেসবুক-মেটা নিয়ে ছড়ানো নতুন নিয়মের দাবিটি ভুয়া
মূলত, সম্প্রতি ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা অনলাইন অ্যাসিসটেন্ট চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে এবং মেসেজিং প্ল্যার্টফর্মগুলোতে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেটা কর্তৃক এমন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, বরং প্রতারণার উদ্দেশ্যে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মেটা’র নাম ব্যবহার করে প্রচার করা হয়েছে। এছাড়া, মেটা’র ওয়েবসাইটেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, মেটা অনলাইন অ্যাসিসটেন্ট চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দাবিতে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বানোয়াট ও প্রতারণামূলক।
তথ্যসূত্র
- Meta Career- Website
- Meta- Facebook Page
- Meta- Instagram
- Meta- X Account
- Rumor Scanner’s Own Analysis