সম্প্রতি, “হামাস যোদ্ধা কর্তৃক ইসরায়েলের যুদ্ধ বিমান ভূপাতিত করার ভিডিও।” শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন চ্যানেল২৪ (ইউটিউব)।

একই দাবিতে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে উক্ত দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধা কর্তৃক ইসরায়েলের সামরিক বাহিনীর হেলিকপ্টার ধ্বংস করার দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং এআরএমএ থ্রি নামক একটি সিমুলেশন গেমের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘RIMStudio’ নামক ইউটিউব চ্যানেলে গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির টাইটেলে থাকা তথ্য থেকে জানা যায়, উক্ত ভিডিওটি এআরএমএ থ্রি নামক একটি সিমুলেশন গেমের দৃশ্য। গেমটির অফিশিয়াল ওয়েবসাইট থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এছাড়া, অনুসন্ধানে ইউটিউবে ‘এআরএমএ ৩’ সিমুলেশন ভিডিও গেমের আরও বেশ কিছু গোলাগুলির ভিডিও খুজে পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন (১, ২, ৩, ৪, ৫)।
মূলত, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা ইসরায়েলের সামরিক বাহিনীর হেলিকপ্টার ধ্বংস করেছে দাবিতে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি এআরএমএ ৩ নামক একটি সিমুলেশন গেমের দৃশ্য থেকে সংগ্রহ করা।
প্রসঙ্গত, পূর্বে ফিলিস্তিন এবং ইসরায়েলের সংঘর্ষ নিয়ে ইন্টারনেটে বিভ্রান্তিকর ছবি এবং ভিডিও প্রচার করলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
এমন কিছু প্রতিবেদন দেখুন:
- ২০২১ সালে গাজায় ইসরায়েলি হামলায় ভবন ধসের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার
- ফিলিস্তিনে ইসরাইলের বিমান হামলার ঘটনায় ফেসবুকে পুরোনো ছবি প্রচার
সুতরাং, ফিলিস্তিনের হামাস যোদ্ধা কর্তৃক ইসরায়েলের সামরিক বাহিনীর হেলিকপ্টার ধ্বংস করেছে দাবিতে ইন্টারনেটে এআরএমএ ৩ নামক সিমুলেশন গেমের দৃশ্য প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- RIMStudio – Youtube Video
- ARMA 3 – Website