সম্প্রতি, একটি ভবন ধসের পড়ার ভিডিওকে ফিলিস্তিন ও ইসরাইল যুদ্ধের সাম্প্রতিক দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফিলিস্তিন ও ইসরাইল যুদ্ধের দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক হামলার নয় বরং ২০২১ সালে ফিলিস্তিনের গাজা শহরের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, ভিডিওটির উপরের দিকে বাম দিকে Al Jazeera এর লোগো রয়েছে। কিন্তু কাতার ভিত্তিক গণমাধ্যম ‘Al Jazeera’ এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে এমন কোনো ভিডিও প্রকাশ হতে দেখেনি রিউমর স্ক্যানার।
পরবর্তীতে আরো অনুসন্ধান করে আল জাজিরার ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৪ মে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, ২০২১ সালের ১২ মে ইসরায়েলি বিমান বাহিনী ফিলিস্তিনের গাজা শহরের আল-শোরুক টাওয়ারে বিমান হামলা চালালে ভবনটি ধ্বংস হয়ে যায়।
তাছাড়া, লন্ডন ভিত্তিক গণমাধ্যম Middle Esat Eye এর ওয়েবসাইটে ২০২১ সালের ১২ মে “Israeli air strikes level third high rise in Gaza” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য খুঁজে পাওয়া যায়।

মূলত, সম্প্রতি একটি ভবন ধসের পড়ার ভিডিওকে ফিলিস্তিন ও ইসরাইল যুদ্ধের সাম্প্রতিক দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, আলোচিত দৃশ্যটি প্রায় দুই বছরেরও বেশি সময় পূর্বের। ২০২১ সালের ১২ মে ইসরায়েলি বিমান বাহিনী ফিলিস্তিনের গাজা শহরে অবস্থিত আল-শোরুক টাওয়ারে বিমান হামলা চালালে এই ভবনটি ধ্বংস হয়ে যায়।
সুতরাং, ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গাজা শহরে ধসে পড়া ভবনের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ফিলিস্তিন ও ইসরাইল যুদ্ধের দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Al Jazeera – Youtube Video
- Middle Esat Eye – Israeli air strikes level third high rise in Gaza