ভিডিওটি কোনো হিন্দু মেয়েকে জোরপূর্বক ধর্মান্তরের নয়

সম্প্রতি “দেখেন প্রথমে প্রেমের অভিনয় / মিথ্যা ভালবাসার সুযোগ নিয়ে ধর্মান্তর করার দৃশ্য, যেমন টা সব হিন্দু মেয়েদের সাথে করা হয়। বিধর্মীদের মূলত উদ্দেশ্য ভালবাসার অভিনয় করে ধর্মান্তরিত করা তাই সাবধান হোন বিধর্মীদের সাথে যেকোনো চলাচল / বন্ধুত্ব থেকে নিজেকে বিরত রাখুন।” শীর্ষক শিরোনামে ২ মিনিট ২৬ সেকেন্ড সময়কালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি কোনো হিন্দু মেয়েকে জোরপূর্বক ধর্মান্তরিত করার নয় বরং এটি জিনে আছর একটি মুসলিম মেয়েকে সুস্থ করতে হুজুর কর্তৃক জিন তাড়ানোর পুরোনো ভিডিও।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, SR Studio নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২০ জানুয়ারিতে “জ্বীন ছাড়ানো হয় কিভাবে দেখলে চমকে যাবেন” শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত ঘটনার ১২:২২ মিনিটের সম্পূর্ণ ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

হিন্দু
Screenshot from SR Studio YouTube

পাশাপাশি, ফেসবুকের বিভিন্ন পেজে একই শিরোনামে ২০১৯ সালের জানুয়ারি সহ বিভিন্ন সময়ে প্রকাশিত ঐ সম্পূর্ণ ভিডিওটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

মূল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, জিনে আছর করা বোরকা পরিহিত একটি মেয়েকে একজন মুসলিম হুজুর ধর্মীয় পদ্ধতিতে জিন তাড়ানোর চেষ্টা করছেন। পুরো ভিডিওটির কথাগুলো বিশ্লেষণ করে জানা যায়, ভিডিওতে থাকা মেয়েটি মুসলিম এবং তাকে একজন অমুসলিম জিন আছর করেছে। জিনটি অমুসলিম হওয়ায় সেখানে উপস্থিত হুজুর জিনটিকে তাড়ানোর আগে তাকে বশে এনে কালিমা পড়ানোর মধ্য দিয়ে মুসলিম বানিয়ে তার কাছ থেকে মুসলিম হওয়ার জবানবন্দি নিচ্ছে।

অর্থাৎ, উক্ত ভিডিও সূত্রে এটি প্রতীয়মান যে, ভিডিওতে একজন মুসলিম মেয়ের উপর আছর করা হিন্দু জিনকে কালিমা পড়ানো হচ্ছে এবং তার জবানবন্দি নেয়া হচ্ছে, সেখানে কোনো হিন্দু মেয়েকে জোরপূর্বক মুসলমান বানানো হচ্ছে না। তবে ধর্মীয় পদ্ধতিতে হুজুর কর্তৃক জিন তাড়ানোর এই ঘটনার সময় ধারণকৃত ১২ মিনিট ২২ সেকেন্ডের ভিডিও থেকে ঐ মেয়েকে আছর করা হিন্দু জিনকে বসে এনে কালিমা পড়ানোর অংশটুকু কাট করে সামাজিক মাধ্যমে ‘হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে জোর করে মুসলিম করানো হচ্ছে’ দাবিতে প্রচার করা হচ্ছে।

আরো পড়ুনঃ ছবিগুলো ত্রিপুরায় মুসলমান নির্যাতনের নয়

তাছাড়া, একই ভিডিওটি এর আগেও ভারতে ‘বাংলাদেশে হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে জোর করে মুসলিম বানানো হচ্ছে’ দাবিতে ছড়িয়ে পড়লে সেসময়ে ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান India Today বিষয়টিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

সুতরাং, জিনে আছর করা এক মুসলিম মেয়েকে হুজুর কর্তৃক জিন তাড়ানোর ভিডিওর একটি অংশ কাট করে প্রেমের ফাঁদে ফেলে জোর করে হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করা হচ্ছে দাবিতে বর্তমানে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: দেখেন প্রথমে প্রেমের অভিনয়, মিথ্যা ভালবাসার সুযোগ নিয়ে ধর্মান্তর করার দৃশ্য, যেমন টা সব হিন্দু মেয়েদের সাথে করা হয়
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. SR Studio YouTube:
  2. FB video:https://www.facebook.com/watch/?v=2211780162429426
  3. FB Video:https://www.facebook.com/100002243077598/videos/2100871936664222/

আরও পড়ুন

spot_img