বিদেশে চিকিৎসার জন্য অনুমতি পাননি খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন’ দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।  

Screenshot from Facebook 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে সামাজিক মাধ্যম ইউটিউবে প্রচারিত একটি ভিডিও দেখুন এখানে
ভিডিওটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে
ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে যাওয়ার অনুমতি পাননি বরং তাঁর পরিবারের সদস্যরা খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য ও মুক্তির শর্ত শিথিল করে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন। 

গুজবের সূত্রপাত

গত ০৯ ফেব্রুয়ারি তারিখে জাতীয় দৈনিক ‘সময় টিভি’ এর ওয়েবসাইটে “বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন খালেদা জিয়া” শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রচার করে। 

Screenshot from Google

পরবর্তীতে, ‘সময় টিভি’ সংবাদের শিরোনাম পরিবর্তন করে “বিদেশে চিকিৎসার অনুমতি পাচ্ছেন খালেদা জিয়া!” উল্লেখ করে পুনরায় সংবাদটি প্রচার করে। 

Screenshot from ‘Somoy Tv’ website

এছাড়া, ‘খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন’ শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষেণ করে ‘সময় টিভি’ এর নির্মিত একটি ডিজিটাল ব্যানার খুঁজে পাওয়া যায়। 

Image collected from Facebook

পরবর্তীতে, ‘সময় টিভি’ এর ফেসবুক পেজে আলোচিত ব্যানার সম্বলিত পোস্টটি খুঁজে পাওয়া যায়। পোস্টটির এডিট হিস্টোরি পর্যবেক্ষণ করে দেখা যায়, ‘বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন খালেদা জিয়া’ শীর্ষক ব্যানারের লেখাটি পরিবর্তন করে ‘বিদেশে চিকিৎসার অনুমতি পাচ্ছেন খালেদা জিয়া’ লেখাটি সংযুক্ত করা হয়েছে। 

Screenshot from ‘Somoy Tv’ Facebook page 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাওয়ার অনুমতির বিষয়ে জানতে কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘ATN News’ এর ইউটিউব চ্যানেলে “বিদেশে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ!” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot from ‘ATN News’ youtube

ভিডিওটি থেকে জানা যায়, ‘শর্ত সাপেক্ষে চিকিৎসার সুযোগ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়’ শীর্ষক দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদটি সত্য নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

এছাড়া, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তাঁর পরিবারের করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে এসেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে আইনমন্ত্রীর কাছে ফাইলটি এখনো আসেনি বলেও জানান তিনি। 

ভিডিওটি থেকে পাওয়া তথ্যমতে কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ এর ওয়েবসাইটে গত ০৯ মার্চ তারিখে “খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।

Screenshot from ‘Prothom Alo’ website

তাছাড়া, আলোচিত বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্য দেশীয় মূলধারার বেশ কয়েকটি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

এ সংক্রান্ত কয়েকটি প্রতিবেদন দেখুন সমকাল, জাগো নিউজ২৪, ইনকিলাবযুগান্তর। 

মূলত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁর মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য ও মুক্তির শর্ত শিথিল করে চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে। তবে, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না দেয়া হলেও দেশীয় সংবাদমাধ্যম সময় টিভি ‘বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন খালেদা জিয়া’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রচার করেছে। পরবর্তীতে সময় টিভির সংবাদমাধ্যমের বরাতে বিভ্রান্তিকরভাবে এই তথ্যটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ০৮ ফেব্রুয়ারিতে খালেদা জিয়া পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হন। পরবর্তীতে তাঁর সাঁজার মেয়াদ বাড়লেও প্রায় দুই বছর কারাগারে ছিলেন তিনি। পরবর্তীতে, করোনা মহামারী শুরু হলে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুটি শর্তে সরকারের নির্বাহী আদেশে তাঁকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়। প্রথম শর্তটি হলো তাঁকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং দ্বিতীয় শর্তটি হলো তিনি বিদেশ যেতে পারবেন না। 

উল্লেখ্য, পূর্বেও ভুয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দেশীয় সংবাদমাধ্যম ভুল সংবাদ প্রচার করলে সে সময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। 

অর্থাৎ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পাননি এবং বিদেশে যেতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকেও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img