জাইমা রহমানের ভুয়া ফেসবুক পেজকে সূত্র উল্লেখ করে গণমাধ্যমে ভুল সংবাদ প্রচার

গত ৩ মার্চ মূলধারার জাতীয় দৈনিক ‘নয়া শতাব্দী’ এর প্রিন্ট ও অনলাইনে সংস্করণে ‘বিএনপির ট্রাম্পকার্ড জাইমা!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কণ্যা জাইমা রহমান তার ফেসবুক পেজে তিনি খুব শিগগির দেশে ফেরার কথা জানিয়েছেন। দৈনিকনয়া শতাব্দীর প্রিন্ট ও অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে। প্রতিবেদনের আর্কাইভ … পড়তে থাকুন জাইমা রহমানের ভুয়া ফেসবুক পেজকে সূত্র উল্লেখ করে গণমাধ্যমে ভুল সংবাদ প্রচার