কালবেলা’র নকল ফটোকার্ডে বিএনপির কার্যালয়ে জাল টাকা ঢুকার দাবিতে ভুয়া তথ্য প্রচার 

সম্প্রতি, “বিএনপির কার্যালয়ে ঢুকছে জাল টাকার নোট দেয়া হবে নেতাকর্মীদের” শীর্ষক তথ্য বা শিরোনামে জাতীয় দৈনিক কালবেলা’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বিএনপি

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,”বিএনপির কার্যালয়ে ঢুকছে জাল টাকার নোট দেয়া হবে নেতাকর্মীদের” শীর্ষক তথ্য বা শিরোনামে কালবেলা কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।  

অনুসন্ধানের শুরুতে কালবেলা’র ফটোকার্ডের ডিজাইন সম্বলিত ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে এই সংবাদটি প্রচারের তারিখ উল্লেখ করা হয়েছে ২৭ অক্টোবর ২০২৩ এবং ফটোকার্ডটিতে “ব্রেকিং নিউজ” উল্লেখ করা হয়। 

দাবিটির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটিতে থাকা তারিখ, কালবেলা’র লোগো এবং ব্রেকিং নিউজ লিখার সূত্র ধরে কালবেলা’র ভেরিফাইড ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে ২৭ অক্টোবর প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম বা তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি কিংবা অন্যকোনো গণমাধ্যমেও উক্ত দাবিতে প্রচারিত কোনো সংবাদ পাওয়া যায়নি।

এছাড়া কালবেলা’র ফেসবুক পেজে প্রচারিত একাধিক ফটোকার্ড বিশ্লেষণ করে ‘ব্রেকিং নিউজ’ শীর্ষক কোনো ফটোকার্ড পাওয়া যায়নি বরং ‘নিবন্ধ লিংক কমেন্টে’, ‘নিউজ লিংক কমেন্টে’ এবং ‘সাক্ষাৎকার লিংক কমেন্টে’ শীর্ষক লিখা সম্বলিত ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

Image Comparison by Rumor Scanner 

আরও অনুসন্ধানে কালবেলা’য় আলোচিত ফটোকার্ডটিতে থাকা ছবি সম্বলিত কোনো ফটোকার্ডও খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, ‘বিএনপির কার্যালয়ে ঢুকছে জাল টাকার নোট দেয়া হবে নেতা কর্মীদের’ শীর্ষক শিরোনামে দেশের জাতীয় দৈনিক কালবেলা’র ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে কালবেলা’র ফেসবুক পেজ কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রেও আলোচিত দাবিটির সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, দেশের প্রায় ৪০ টি রাজনৈতিক দলের ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুল তথ্যের বিষয়ে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

সুতরাং, বিএনপির কার্যালয়ে ঢুকছে জাল টাকার নোট দেওয়া হবে নেতাকর্মীদের শীর্ষক শিরোনামে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Kalbela Facebook Page
  • Kalbela Website
  • Rumor Scanner Own analysis 

আরও পড়ুন

spot_img