সম্প্রতি “কাকাঃ- আগামী ১০ বছরে ১০ জন রোনালদো আসবে কিন্তু আগামী ১০ হাজার বছরেও ১জন মেসিও আসবে না” শীর্ষক শিরোনামের একটি বক্তব্য ব্রাজিলিয়ান সাবেক ফুটবল তারকা কাকার নাম উদ্ধৃত করে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেসি এবং রোনালদোকে নিয়ে ব্রাজিলিয়ান সাবেক ফুটবল তারকা কাকা উক্ত বক্তব্য দেন নি বরং কাকার একটি সাক্ষাৎকারের ছবি যুক্ত করে কোনরূপ তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে উক্ত বক্তব্যের প্রেক্ষিতে মূলধারার গণমাধ্যমে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায় নি। এছাড়াও কাকার ভেরিফাইড ফেসবুক আইডি, টুইটার একাউন্ট পর্যবেক্ষণ করেও উক্ত বক্তব্যের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় নি।
পরবর্তীতে, উক্ত ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ফুটবল ক্লাব এসি মিলানের অফিশিয়াল টুইটার একাউন্টে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশিত kaka : “Milanello is a unique place. Gattuso has the same energy he had as a player” শীর্ষক শিরোনামের একটি সাক্ষাৎকার ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে কাকা এসি মিলানে খেলার সময়ের স্মৃতিচারন করেন এবং ক্লাবের তৎকালীন কোচ Gennaro Gattuso সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য করেন। তবে ভিডিওর কোথাও মেসি এবং রোনালদোকে নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায় নি।

মূলত, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ব্রাজিলিয়ান ফুটবল তারকা কাকা ক্লাব ফুটবল দল এসি মিলানের মিলান টিভিতে একটি সাক্ষাৎকার প্রদান করেন। উক্ত সাক্ষাৎকারটি এসি মিলানের অফিশিয়াল টুইটার একাউন্টে পোস্ট করা হয়। ভিডিওর কোথাও মেসি ও রোনালদোকে নিয়ে কোনো মন্তব্য কাকা করেন নি। কিন্তু উক্ত ভিডিওর একটি স্থিরচিত্র ব্যবহার করে “আগামী ১০ বছরে ১০ জন রোনালদো আসবে কিন্তু আগামী ১০ হাজার বছরেও ১জন মেসিও আসবে না” বক্তব্যটি কাকার নামে উদ্ধৃত করে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ব্রাজিলিয়ান সাবেল ফুটবল তারকা কাকা ২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রাজিলের মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে দায়িত্বপালন করেন। এছাড়াও ক্লাব ফুটবলে এসি মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন এই ফুটবলার।
প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপের প্রেক্ষাপটে বিভিন্ন ফুটবলারের নাম উদ্ধৃত করে ভুয়া বক্তব্য প্রচার হয়ে আসছে। এসকল বক্তব্যের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, ব্রাজিলিয়ান সাবেক ফুটবল তারকা কাকার নাম উদ্ধৃত করে “আগামী ১০ বছরে ১০ জন রোনালদো আসবে কিন্তু আগামী ১০ হাজার বছরেও ১জন মেসিও আসবে না” শীর্ষক বক্তব্যটি প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- রিউমর স্ক্যানার টিমের নিজস্ব অনুসন্ধান
- টুইটার একাউন্ট : এসি মিলান
- রিউমর স্ক্যানার : পল পগবার নাম উদ্ধৃত করে নেইমারকে নিয়ে ভুয়া বক্তব্য প্রচার