পল পগবার নাম উদ্ধৃত করে নেইমারেকে নিয়ে ভুয়া বক্তব্য প্রচার

সম্প্রতি “পল পগবা – আমি এবারও চাইবো ফ্রান্স বিশ্বকাপ জিতুক। কিন্তু এটা যদি সম্ভব না হয় তাহলে, আমি চাইবো আমার পছন্দের খেলোয়াড় নেইমার জুনিয়রের হাতে উঠুক” শীর্ষক শিরোনামের একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখান এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পল পগবা উক্ত মন্তব্য করেন নি বরং কোনোরূপ তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে প্রচার করা হচ্ছে।

ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে দেখা যায়, ব্রাজিল ফ্যান নামক ফেসবুক পেজে গত ১১ নভেম্বর রাত ১০ টা ৪৭ মিনিটে Fayez Mazumder নামক আইডি থেকে পগবার বক্তব্য দাবিতে সর্বপ্রথম উক্ত পোস্ট করা হয়। কিন্তু উক্ত পোস্টে পল পগবার এই বক্তব্যের কোনরূপ তথ্যসূত্র প্রদান করা হয় নি।

পরবর্তীতে মূলধারার গণমাধ্যম, পল পগবার অফিশিয়াল ফেসবুক পেজ, টুইটার একাউন্ট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। কিন্তু কোথাও উক্ত বক্তব্যের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় নি।

তবে আন্তর্জাতিক স্পোর্টস গণমাধ্যম Skysports এ ২০১৮ সালের ২০ মার্চ “Paul Pogba says it would be a ‘pleasure’ to play with Neymar” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, পল পগবার পছন্দের খেলোয়াড়ের তালিকায় নেইমার আছেন এবং নেইমারের সাথে খেলতে তিনি আনন্দবোধ করবেন।

তবে, নেইমারের হাতে বিশ্বকাপ নিয়ে পল পগবার বক্তব্য দিয়েছেন এমন কোনো ভিত্তি পাওয়া যায় নি।

মূলত, কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ফ্রান্সের ফুটবলার পল পগবার নাম উদ্ধৃত করে “আমি এবারও চাইবো ফ্রান্স বিশ্বকাপ জিতুক। কিন্তু এটা যদি সম্ভব না হয় তাহলে, আমি চাইবো আমার পছন্দের খেলোয়াড় নেইমার জুনিয়রের হাতে উঠুক” শীর্ষক শিরোনামের বক্তব্যটি প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে, নেইমারকে নিয়ে পল পগবার এমন কোনো মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফুটবলারদের নাম উদ্ধৃত করে বিভিন্ন মন্তব্য প্রচার করা হচ্ছে যা সত্য নয়। এরকম বিষয়ে ইতোমধ্যে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ফ্রান্সের তারকা ফুটবলার পল পগবার নাম উদ্ধৃত করে “আমি এবারও চাইবো ফ্রান্স বিশ্বকাপ জিতুক। কিন্তু এটা যদি সম্ভব না হয় তাহলে, আমি চাইবো আমার পছন্দের খেলোয়াড় নেইমার জুনিয়রের হাতে উঠুক” শীর্ষক উক্তিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img