সম্প্রতি, পুলিশ কর্তৃক এক বয়স্ক লোককে হেনস্থার কিছু ছবি “নির্বাচনের দুর্নীতির ছবি তোলায় একজন বাপের সমান বয়স্ক মানুষকে কয়েকজন পুলিশের মারধোরের চিত্র” শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিগুলো নির্বাচনের দুর্নীতির ছবি তোলায় পুলিশ কর্তৃক ফটোগ্রাফারকে শারীরিকভাবে হেনস্তা করার কোন ঘটনার নয় বরং এগুলো ২০০৬ সালে চট্টগ্রাম স্টেডিয়ামে খেলা চলাকালীন সময়ে পুলিশ-সাংবাদিকের বাকবিতন্ডার জেরে ঘটা সংঘর্ষের ঘটনার ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ফটোগ্রাফি ওয়েবসাইট Getty Images- এ ২০০৬ সালের ১৬ই এপ্রিলে ‘2nd Test – Bangladesh v Australia: Day 1‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ছবি খুঁজে পাওয়া যায়।

মূলত, ২০০৬ সালের ১৬ই এপ্রিলে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন সকালে স্টেডিয়াম এলাকায় গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে প্রথম আলোর ফটো সাংবাদিক শামসুল হক টেংকুর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন পুলিশের দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আলী আনোয়ার। এক পর্যায়ে ঐ সাংবাদিককে শারীরিকভাবে হেনস্তা করেন সেই সার্জেন্ট। বিষয়টি নিয়ে তখন ডেইলি স্টার এবং বিডি নিউজ ২৪ প্রতিবেদন প্রকাশ করেছিলো।

উক্ত ঘটনার প্রেক্ষিতে খেলা চলাকালীন সময়ে মধ্যাহ্নভোজের বিরতিতে সাংবাদিকরা প্রতিবাদ জানালে তৎকালীন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি(পোর্ট) আলী আকবর ফটো সাংবাদিক জহিরুল হককে মারধর করে এবং তার ক্যামেরা ভেঙ্গে ফেলেন। এই সময় পুলিশ সদস্যদের সাথে সংঘর্ষে জহিরুল হকসহ প্রায় ২০ জন সাংবাদিক আহত হয়।
আরো পড়ুনঃ ৩৫ হাজার ফুট উপরে শিশু জন্মগ্রহণের খবরটি চার বছর পুরোনো
উল্লেখ্য, ছবিগুলো বিগত কয়েক বছর যাবত ভিন্ন ভিন্ন শিরোনামে সামাজিক মাধ্যমে প্রচার হয়ে আসছে।
এই জুলুমের শেষ কোথায়!!
একজন বাবার বয়সী মানুষকে আঘাত করতে এই কুত্তালীগ গুলোর কি একটুও হাত কাঁপলো না??? pic.twitter.com/pzBtgRWiuZ
— ABDUL_KARIM (@ABDULKARIMbd1) March 31, 2021
অর্থাৎ, ২০০৬ সালে চট্টগ্রাম স্টেডিয়ামে খেলা চলাকালীন সময়ে পুলিশ-সাংবাদিকের বাকবিতন্ডার জেরে সংঘর্ষের ছবিকে সাম্প্রতিক সময়ে নির্বাচনের দুর্নীতির ছবি তোলায় একজন বয়স্ক লোককে পুলিশ কর্তৃক মারধোরের চিত্র দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: নির্বাচনের দুর্নীতির ছবি তোলায় একজন বাপের সমান বয়স্ক মানুষকে কয়েকজন পুলিশের মারধোরের চিত্র
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Getty Images: https://www.gettyimages.com/detail/news-photo/year-old-photographer-zahirul-haq-is-set-upon-by-police-news-photo/57345240
- Daily Star: http://archive.thedailystar.net/2006/04/17/d6041701022.htm
- bdnews24: https://bdnews24.com/sport/2006/04/15/13-journalists-injured-in-police-assault-during-ctg-test-ld