৩৫ হাজার ফুট উপরে শিশু জন্মগ্রহণের খবরটি চার বছর পুরোনো

সম্প্রতি, “৩৫ হাজার ফুট উঁচুতে মধ্য আকাশে জন্ম নিলো শিশু, আজীবন আকাশ ভ্রমণ ফ্রি” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ৩৫ হাজার ফুট উঁচুতে শিশুর জন্ম হওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং সংবাদটি চার বছর পূর্বের।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, ২০১৭ সালের ১৯ জুন বিবিসি নিউজে “India’s Jet Airways gifts free lifetime flights to baby born mid-air” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from BBC website

মূলত, ভারতের বেসরকারি এয়ারলাইন্স কোম্পানি জেট এয়ারওয়েজে্র একটি ফ্লাইট সৌদি আরবের দাম্মাম থেকে ভারতের কেরালার কোচির উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর পথিমধ্যে আকাশের ৩৫ হাজার ফুট উচ্চতায় এক গর্ভবতী যাত্রী বিমানের কেবিন ক্রু এবং ভ্রমণকারী একজন দক্ষ নার্সের সহায়তায় শিশুর জন্ম দেন। পরে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল টুইটার একাউন্টে শিশুটিকে আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণের সুবিধা দেয়ার বিষয়টি ঘোষণা করে।

অন্যদিকে, অনলাইন পোর্টালগুলোতে প্রকাশিত সংবাদের ফিচার ছবিতে কেবিন ক্রুদের শিশুকে ঘিরে রাখার যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটা একই বছরের এপ্রিল মাসে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ৪২ হাজার ফুট উচ্চতায় জন্ম নেওয়া শিশুর ছবি।

আরো পড়ুনঃ ডা. গুপ্তপ্রসাদ এর পরামর্শকৃত ক্যান্সার নিরাময়ের পদ্ধতিটি ভুয়া

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে টার্কিশ এয়ারলাইন্সের অফিশিয়াল ফেসবুক পেজে ২০১৭ সালের ০৭ এপ্রিলে প্রকাশিত একটি পোস্টে একই ছবি খুঁজে পাওয়া যায়।

এছাড়া বিষয়টি নিয়ে বিবিসি নিউজ এবং মেট্রো’তে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

৩৫ হাজার
Screenshot from BBC website

উল্লেখ্য, একই ঘটনার খবর চলতি বছরের আগস্ট মাসে প্রচারিত হওয়ার পর ফ্যাক্টচেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ প্রতিবেদন প্রকাশ করে।

অর্থাৎ, চলন্ত বিমানে শিশু জন্মগ্রহণের চার বছর পুরোনো দুইটি ঘটনার তথ্য ও ছবি তারিখ উল্লেখ ছাড়া অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি নতুন করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ৩৫ হাজার ফুট উঁচুতে মধ্য আকাশে জন্ম নিলো শিশু, আজীবন আকাশ ভ্রমণ ফ্রি
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. BBC News: https://www.bbc.com/news/world-asia-india-40323302
  2. Jet Airways tweet: https://twitter.com/jetairways/status/876768808467218433
  3. Turkish Air FB: https://www.facebook.com/TurkishAirlines/posts/10155181552022760
  4. BBC News: https://www.bbc.com/news/world-europe-39542828
  5. Metro: https://metro.co.uk/2017/04/08/cabin-crew-help-deliver-baby-girl-at-42000-feet-6562262/

আরও পড়ুন

spot_img