ইন্দোনেশিয়ায় লাশ দাফনের সময় অলৌকিক আলোর উপস্থিতির তথ্যটি বিভ্রান্তিকর

সম্প্রতি, “ইন্দোনেশিয়ায় কোরআনের হাফেজ কে মাটি দেয়ার সময় কবর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ্” শীর্ষক শিরোনামে অলৌকিক ঘটনা দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিগুলো ইন্দোনেশিয়ায় ঘটা অলৌকিক কোন ঘটনার নয় বরং ছবিগুলো ৫ বছর পূর্বে মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান পিএএস উলামা কাউন্সিলের প্রতিষ্ঠাতা প্রয়াত মোহাম্মদ খাইরি যাইনুদ্দিনের স্বাভাবিকভাবেই কবরে মাটি দেয়ার সময়ের ধারণ করা।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, মালয়েশিয়ান সংবাদ মাধ্যম ‘Harian Metro’ এ ২০১৬ সালের ২৫ ডিসেম্বরে “Light of Duha or camera lens” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি ‘Berita Harian Online’ নামের আরেকটি মালয়েশিয়ান সংবাদ মাধ্যমে একই দিনে “Viral luminous grave: Probably the light of Dhuha, the camera lens – family” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উক্ত ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

মূলত, ছবিগুলো মালয়েশিয়ান সংগঠন নেগেরি সেম্বিলান পিএএস উলামা কাউন্সিলের প্রধান প্রয়াত মোহাম্মদ খাইরি যাইনুদ্দিন এর কবরস্থ করার সময়ে ধারণকৃত। তার ছোট ভাই নাজরি যাইনুদ্দিন সেসময়ে জানান, কবরস্থানে অস্বাভাবিক কিছু ঘটেনি। তিনি ও তার পরিবার আলোচিত বিষয়টি অলৌকিক মনে করেন না এবং যখন তারা জানতে পারে যে খাইরি যাইনুদ্দিন এর লাশ দাফনের সময়কার কবর আলোকিত হওয়ার ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, তখন সমস্যা সৃষ্টির ভয়ে কোন বিবৃতি জারি করেননি বলে তারা জানিয়েছিলেন।

তবে, কবরে আলোর উৎস সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও এ বিষয়টি নিয়ে গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনগুলোয় দাবি করা হয় যে কবরে আলোর ঘটনাটি সূর্যের অভ্যন্তরীন প্রতিফলন বা ক্যামেরা লেন্সের আলোর প্রতিফলনের কারণে ঘটে।

উল্লেখ্য, মোহাম্মদ খায়রি যাইনুদ্দিন ২০১৬ সালের ২০ ডিসেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর।

আরো পড়ুনঃ স্ত্রীর ও বাচ্চার সাথে করোনা আক্রান্ত ইন্দোনেশিয়ার ডাক্তার গেট থেকেই শেষ দেখা করে

তাছাড়া, বিষয়টি ফেসবুকে ২০২১ সালের নভেম্বর মাসে একই দাবিতে ছড়িয়ে পড়লে সেসময়ে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ এবং বুম বাংলাদেশ উক্ত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

সুতরাং, মালয়েশিয়ায় স্বাভাবিক লাশ দাফনের পুরোনো ছবিকে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ায় কবরে মাটি দেয়ার সময় অলৌকিকভাবে কবর আলোকিত হয়েছে দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  1. Berita Harian Online: https://www.bharian.com.my/berita/nasional/2016/12/227102/viral-kubur-bercahaya-mungkin-cahaya-dhuha-lensa-kamera-keluarga?m=1
  2. Harian Metro: https://api.hmetro.com.my/node/191756
  3. The Viral News: https://theviral-news.blogspot.com/2016/12/ini-penjelasan-timbalan-mufti-mengenai.html
  4. New Straits Times: https://www.nst.com.my/news/2016/12/198359/influential-n-sembilan-pas-ulama-council-chief-passes-away-45?m=1
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img