False News
 
 
Valid News
ইন্দোনেশিয়ান ডক্টর হাদিও আলি মারা যাওয়ার পূর্বে পরিবারের সাথে এভাবেই দেখা করেন । এই খবরটি সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন। সোশ্যাল মিডিয়াতে হৃদয়বিদারক ক্যাপশন ব্যবহার করে ডক্টর হাদিও আলির (যিনি ২২ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন) ছবির সাথে এক ব্যক্তির গেটের বাইরে দারিয়ে থাকা ছবি সংযুক্ত করে বলা হচ্ছে ডক্টর হাদিও আলি মারা যাওয়ার আগে তার বাচ্চা এবং গর্ভবতী স্ত্রীকে এভাবেই শেষবারের মত দেখছিলেন। এটি সম্পূর্ণ মনগড়া একটি বিষয় যা টুইটার এবং ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয় । বিষয়টির সত্যতা যাচাই করতে Hadio Ali Neurologist লিখে গুগলে সার্চ করলেও বিস্তারিত আর্টিকেল পেয়ে যাবেন।






