সম্প্রতি, বলিউড তারকা হৃত্বিক রোশান “ফিলিস্তিনের সাথে অনেক খারাপ হচ্ছে। কিন্তু আপনাদের আমি সমর্থন করছি। ফিলিস্তিনকে আমি ভালোবাসি।” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, হৃত্বিক রোশান ফিলিস্তিনের সমর্থনে সম্প্রতি কোনো ভিডিও প্রকাশ করেননি বরং হৃত্বিকের একটি ভিডিওতে টিকটক ফিল্টার ব্যবহার করে উক্ত দাবিটি ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ‘Hrithik Roshan’ এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ২০২০ সালের ২৭ মার্চ “इन बड़ों को जगाना है। A message from me to all my young friends out there. You can be the hope and the heroes in this fight. @mybmc #indiavscorona #stayhomesavelives #indiafightscorona” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, হৃত্বিক রোশান সেদিন ভিডিওটিতে কোভিড-১৯ প্রসঙ্গে কথা বলেন। সেখানে তিনি করোনাকালীন সতর্কতা এবং করণীয় নিয়ে আলোচনা করেন। তবে ভিডিওতে ফিলিস্তিনিদের সমর্থন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
অনুসন্ধানের মাধ্যমে একইদিনে অর্থাৎ ২০২০ সালের ২৭ মার্চ ‘Hrithik Roshan’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, হৃত্বিক রোশান ফিলিস্তিনের সমর্থনে কোনো ভিডিও প্রকাশ করেননি।
এছাড়া, হৃত্বিক রোশানের একই ভিডিও (২০২০ সালের ২৭ মার্চ প্রকাশিত) ব্যবহার করে “আমি বাংলাদেশকে ভালোবাসি” শীর্ষক দাবি ফেসবুকে প্রচারিত হচ্ছে। দেখুন এখানে (আর্কাইভ)।

অনুসন্ধানে টিকটক অ্যাপে একটি ফিলিস্তিন পতাকা এবং আরবিতে ফিলিস্তিন লেখা সহ ‘Palestine’ নামে একটি ফিল্টার পাওয়া যায়। উক্ত ফিল্টার ব্যবহার করে হৃত্বিক রোশানের করোনাকালীন টুইটারে সতর্কতামূলক ভিডিও বার্তা এডিট করে এমনটা করা হয়েছে বলে প্রতীয়মান হয়।

একই ফিল্টার ব্যবহার করে অন্যান্য টিকটক অ্যাকাউন্ট থেকেও একইরকম কন্টেন্ট (১,২,৩) তৈরি হয়েছে।

ইন্টারনেটের বিভিন্ন টুলস ব্যবহার করে অনুসন্ধানে, হৃত্বিক রোশানের টিকটক অ্যাকাউন্ট রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মূলত, সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকসহ ইন্টারনেটে বলিউড তারকা হৃত্বিক রোশান ফিলিস্তিনকে সমর্থন করছেন দাবি করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, হৃত্বিক রোশান ফিলিস্তিনের সমর্থনে কোনো ভিডিও প্রকাশ করেননি। হৃত্বিক রোশানের ফিলিস্তিনকে সমর্থনের যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটি হৃত্বিকের পুরোনো ও ভিন্ন ঘটনার একটি ভিডিওতে টিকটক ফিল্টার ব্যবহার করে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও বলিউড তারকা অক্ষয় কুমার ফিলিস্তিনের সমর্থনে ভিডিও প্রকাশ করেছেন শীর্ষক একটি ভুয়া দাবি ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
প্রসঙ্গত, গত ০৫ এপ্রিল ইসরায়েলি পুলিশ আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজরত অবস্থায় হামলা করলে সেই বিষয়টি নিয়ে অনেকেই ইন্টারনেটে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সুতরাং, ভারতীয় অভিনেতা হৃত্বিক রোশান ফিলিস্তিনকে সমর্থন করেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে; যা এডিটেড।
তথ্যসূত্র
- Hrithik Roshan – Twitter Post
- Hrithik Roshan – Instagram Post
- Tiktok – Palestine Sticker
- Rumor Scanner’s own analysis