বোরকা ও হিজাব পরে কলেজে ও বিশ্ববিদ্যালয়ে আসার নির্দেশনা দেয়নি হাইকোর্ট 

সম্প্রতি,  ‘#ব্রেকিং_নিউজ ! শিক্ষার্থীদের #বোরকা ও #হিজাব পরে কলেজে ও ইউনিভার্সিটিতে আসতে হবে! –ধন্যবাদ বাংলাদেশ বিচার বিভাগ” শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানেএখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হাইকোর্টকে উদ্ধৃত করে শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরে কলেজে ও ইউনিভার্সিটিতে আসার ছড়িয়ে পড়া সংবাদটি সত্য নয় বরং সম্প্রতি হাইকোর্টের করা এক মন্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে উক্ত তথ্যটি প্রচার করা হচ্ছে। 

গত ০২ জুন শুক্রবার উক্ত তথ্যটি হাইকোর্টকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আবার ফেসবুকের কোনো কোনো আইডি থেকে বাংলা দৈনিক ইনকিলাবের ‘হিজাব নারীর অধিকার’ শিরোনামের একটি সংবাদকে ‘ব্রেকিং নিউজ. আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরে কলেজে আসতে হবে! হাইকোর্টঃ’ ক্যাপশন দিয়েও প্রচার করতে দেখা যায়। 

তবে ইনকিলাবের এই সংবাদটিতে হাইকোর্টের এমন কোনো নির্দেশনা পাওয়া যায়নি। বরং সংবাদটিতে আদালতকে উদ্ধৃত করে বলা হয়েছে,

‘এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার। ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং রাষ্ট্র কর্তৃক সেই অধিকার সমুন্নত রাখা একটি সাংবিধানিক দায়িত্ব।’
বোরকা
screenshot inqilab

মূলত, সাম্প্রতিক সময়ে দেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরতে বাধা দেয়ার অভিযোগ এনে হাইকোর্টে সম্পূরক/রিট আবেদন করেন আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল। উক্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি  শেষে গত বৃহস্পতিবার (২ জুন) “বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার” বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। হাইকোর্টের উক্ত মন্তব্যটিকে আংশিক বিকৃত করে ‘শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরে কলেজে ও ইউনিভার্সিটিতে আসতে হবে’ শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Also Read: ভাস্কর্যের ভিডিওকে ইমাম কর্তৃক পানিতে জ্বীন বন্দি করার দৃশ্য দাবিতে প্রচার

উল্লেখ্য, হিজাব পরাকে সাংবিধানিক অধিকার বলার পাশাপাশি সম্প্রতি দেশের ১৫টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীরা বোরকা পরায় হেনস্তার অভিযোগের বিষয়গুলো তদন্ত করতেও নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া আদালত আরও বলেন, এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার। ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং রাষ্ট্র কর্তৃক সেই অধিকার সমুন্নত রাখা একটি সাংবিধানিক দায়িত্ব।

প্রসঙ্গত, বোরকা ও হিজাব পরায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মুসলিম শিক্ষার্থীদের হয়রানি করা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ২০১৯ সালের ০২ জুলাই একটি রুল জারি করেছিলো হাইকোর্ট।

সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাইকোর্টকে উদ্ধৃত করে শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরে কলেজে ও ইউনিভার্সিটিতে আসতে হবে দাবিতে ছড়িয়ে পড়া সংবাদটি মিথ্যা।

তথ্যসূত্র

ইনকিলাব: হিজাব নারীর অধিকার

নিউজ বাংলা২৪: বোরকা পরা সাংবিধানিক অধিকার: হাইকোর্ট

যুগান্তর: শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা পরায় হেনস্তার ঘটনা তদন্তের নির্দেশ

যুগান্তর: বোরকা-হিজাব পরা শিক্ষার্থীদের হয়রানি না করতে রুল হাইকোর্টের

আরও পড়ুন

spot_img