আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশু মানাসবিকে বাংলাদেশের শিশু দাবি করে ভুয়া তথ্য প্রচার

সম্পতি, পঞ্চগড় জেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা মোঃ রহিম ইসলামের মেয়ে তাসমিয়া নামে একটি শিশুর চিকিৎসার জন্য ২০লক্ষ টাকার প্রয়োজন সম্বলিত একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আর্থিক

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তাসমিয়া নামে প্রচারিত ছবিগুলো কোনো বাংলাদেশি শিশুর নয় বরং ছবিগুলো ভারতের মানাসবি নামের এক শিশুর।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে ” This 7-month-old Baby Girl Cries All Night In Pain From A Failing Liver And Her Parents Are Unable To Save Her ” শিরোনামে ভারতের গণ – অর্থায়ন ‘Milaap’ এর ওয়েবসাইটে মূল ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

Milaap এর অফিশিয়াল ফেসবুক পেজ শিশুটির জন্য ফান্ডরাইজিং নিয়ে ২০১৮ সালের ২০ জুনে প্রকাশিত পোস্ট খুঁজে পাওয়া যায়।

মূলত, ছবির শিশুটির নাম মানাসবি। তার মায়ের নাম নিলকমল। মানাসবি জন্ডিসে আক্তান্ত এবং হাসপাতালের রিপোর্ট অনুযায়ী তার লিভার ট্রান্সপ্লান্ট করানো প্রয়োজন ছিলো। যার খরচ ভারতীয় রুপিতে প্রায় ১৬ লক্ষ টাকা।

Image from Milaap

অন্যদিকে, মানবিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোয় উল্লেখিত বিকাশ নাম্বারে (01831707542) রিউমর স্ক্যানারের পক্ষ থেকে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও ঐ নাম্বারগুলোতে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাসমিয়া নামে বাস্তবিকভাবে বাংলাদেশের কোনো শিশু রোগাক্রান্ত কিনা কিংবা মানবিক সাহায্যের প্রয়োজন কিনা তা নিশ্চিত হওয়া যায় নি।

আরো পড়ুনঃ আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশুকে বাংলাদেশের শিশু দাবি করে ভুয়া তথ্য প্রচার

এছাড়াও, পঞ্চগড়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি বরং জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালটি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় অবস্থিত।

উল্লেখ্য, Milaap ২০১৯ সালে প্রকাশিত একটি টুইট বার্তায় ১৩৭৮ জন সহায়তাকারীদের ধন্যবাদ জ্ঞাপন পূর্বক জানায়, মানাসবির লিভার ট্রান্সপ্লান্ট সফল ভাবে সম্পন্ন হয়েছে।

অর্থাৎ, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশুর ছবি সম্বলিত পোস্ট বাংলাদেশের শিশু দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: পঞ্চগড় জেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা মোঃ রহিম ইসলামের মেয়ে তাসমিয়া নামে একটি শিশুর চিকিৎসার জন্য ২০লক্ষ টাকার প্রয়োজন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Milaap: https://milaap.org/stories/manasvi-mahesh
  2. Milaap FB: https://www.facebook.com/315603771494/posts/10156732009836495
  3. Milaap Twitter: https://twitter.com/milaapdotorg/status/1192434025287188480
  4. Google Maps: https://www.google.com/maps/place/Jahurul+Islam+Medical+College+%E0%A6%9C%E0%A6%B9%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2+%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE+%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2+%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C/@24.1983894,90.9155801,15z/data=!4m5!3m4!1s0x0:0x8d0467e288f2e60f!8m2!3d24.1983894!4d90.9155801

আরও পড়ুন

spot_img