যুবদল কর্মীর আগ্নেয়াস্ত্রসহ আক্রমণের ভিডিও দাবিতে পাকিস্তানের ভিডিও প্রচার

সম্প্রতি ‘যুবদলের রুট লেভেলের একজন কর্মীর হিংস্রতা দেখুন,…’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ভিডিওতে মোটরসাইকেল আরোহী এক যুবককে আগ্নেয়াস্ত্র চালিয়ে একটি বিলিয়ার্ড ক্লাবে প্রবেশ করতে দেখা যায়, যেখানে সে আরেক যুবকের উপর আক্রমণ করে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কোনো কর্মীর আগ্নেয়াস্ত্রসহ আক্রমণের ভিডিও নয় এবং ঘটনাটি বাংলাদেশেরও নয়। প্রকৃতপক্ষে, পাকিস্তানের ফয়সালাবাদের একটি স্নুকার ক্লাবের ঘটনার সিসিটিভি ফুটেজকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে Agraprana Pahlawan – WWIII ALERT নামক এক্স হ্যান্ডেলে গত ২৪ জুলাই প্রকাশিত পোস্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে অজ্ঞাতপরিচয় ব্যক্তির একাধিক গুলি বর্ষণের ঘটনার ভিডিও এটি। ঘটনাটি গত ২২ জুলাইয়ের।

পরবর্তীতে, পাকিস্তানের গণমাধ্যম ARY News এর ইউটিউব চ্যানেলে গত ২৩ জুলাই ‘Aerial firing, Clash between 2 at snooker club in Faisalabad – CCTV goes viral’ শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে একই চিত্র ও তথ্য খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

প্রতিবেদনে প্রচারিত ভিডিওটির অনুরূপ একটি সিসিটিভি ফুটেজের ভিডিও ক্লিপ যুক্ত করা হয়েছে। প্রতিবেদনের বিবরণী থেকে জানা যায়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের রাজা আবাদে একটি স্নুকার ক্লাবে আগ্নেয়াস্ত্রধারী এক যুবক একাধিক গুলি বর্ষণ একটি স্নুকার ক্লাবে প্রবেশ করে এবং পূর্ব শত্রুতার জেরে  সেখানে আরেক যুবকের ওপর আক্রমণ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আক্রমণকারীকে গ্রেফতার করে ও তার অস্ত্রটি জব্দ করে। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশের নয়।

সুতরাং, যুবদল কর্মী কর্তৃক আক্রমণের ভিডিও দাবিতে পাকিস্তানের স্নুকার ক্লাবে আক্রমণের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img