সম্প্রতি,‘ইউটিউবারদের হামলায় আহত হিরো আলম‘ শীর্ষক একটি দাবি একাধিক প্লাটফর্মের আদলে ব্যানার ও ফটোকার্ড তৈরি করে ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজের আদলে তৈরি ফটোকার্ডে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে স্যাটায়ার প্ল্যাটফর্ম ইয়ার্কির আদলে তৈরি ব্যানারের মাধ্যমে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইউটিউবারদের হামলায় হিরো আলম আহত হয়েছেন শীর্ষক তথ্য উল্লেখ করে জাগোনিউজ এবং ইয়ার্কি কর্তৃক কোনো ফটোকার্ড ও ব্যানার প্রকাশের তথ্য সঠিক নয় বরং, জাগোনিউজ এবং ইয়ার্কি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে জাগো নিউজের আদলে তৈরি ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে দেখা যায়, jagonews24.com এর পরিবর্তে vagonews24.com লেখা রয়েছে। এছাড়াও এতে উল্লেখ করা হয়েছে, ‘ইউটিউবারদের হামলায় আহত হিরো আলম: চুক্তি অনুযায়ী টাকা না দেওয়া এবং বাজে ব্যবহার করার জন্য এই হামলা করা হয়েছে বলে জানা যায়।’ সেখানে এই ফটোকার্ডটি প্রকাশের তারিখ দেখানো হয়েছে, ১৭ জুলাই ২০২৩।

পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে আলোচিত দাবিটি প্রচারের তারিখে অর্থাৎ ১৭ জুলাই জাগোনিউজের ফেসবুক পেজে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

ছবিটির ক্যাপশনে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, এটি বনানী বিদ্যানিকেতনে হিরো আলমকে বিরোধীদের ধাওয়া দেওয়ার সময়ের।
কিন্তু ছবিটি কোনো ফটোকার্ড সদৃশ বিষয় নয়। তাছাড়া, এই পোস্টে ‘ইউটিউবারদের হামলায় হিরো আলমের আহত শীর্ষক কোনো তথ্যও উল্লেখ ছিল না। একইদিন এমন কোনো ফটোকার্ডও প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।
এ বিষয়ে গত ১৮ জুলাই জাগোনিউজের ওয়েবসাইটে ‘হিরো আলমের ওপর হামলায় গ্রেফতার ৭ জনের পরিচয় মিলেছে’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের দিনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বনানী থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।’
তবে সেখানে হামলাকারীরা ইউটিউবার কিনা সে বিষয়টি উল্লেখ করা হয়নি। গণমাধ্যম সূত্রে জানা যায়, হামলাকারীরা নৌকার ব্যাজ পরিহিত বা নৌকার সমর্থক ছিলেন।
অর্থাৎ, এই ছবিতে প্রদর্শিত হামলাকারী ব্যক্তিরা ইউটিউবার এবং চুক্তি অনুযায়ী টাকা না দেওয়া এবং বাজে ব্যবহার করার জন্য এই হামলা করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যগুলো এখনও প্রমাণিত না হলেও এটা নিশ্চিত যে জাগোনিউজ উক্ত দাবিতে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
পরবর্তীতে অনুসন্ধানে স্যাটায়ার প্ল্যাটফর্ম ইয়ার্কির আদলে তৈরি ডিজিটাল ব্যানারটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে উল্লেখ করা হয়েছে, ইউটিউবাদের হামলায় আহত হিরো আলম।’ লক্ষ্য করুন, ব্যানারে ইউটিউবারদের পরিবর্তে ইউটিউবাদের শীর্ষক লেখা দেখা যায়।

পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে স্যাটায়ার প্ল্যাটফর্ম ইয়ার্কির অফিশিয়াল ফেসবুক পেজে আলোচিত ব্যানারটি নিয়ে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে হিরো আলমকে নিয়ে প্রচারিত ব্যানারটিকে ‘এডিট করা পোস্ট’ উল্লেখ করে জানানো হয়, ‘eআরকির লোগোসহ ছড়িয়ে পড়া প্রথম ছবিটি আমাদের তৈরি করা নয়। ‘if সুষ্ঠু নির্বাচন has a face’ কপিসহ পোস্টটি eআরকির অফিশিয়াল পেজ থেকে পাবলিশ করা। মিথ্যা তথ্য, ভুল তথ্য ও গুজব এড়িয়ে চলতে eআরকির অফিশিয়াল ফেসবুক পেজ ফলো করুন।’
অর্থাৎ, প্রচারিত ব্যানারটি ইয়ার্কির তৈরি নয়।
মূলত, সম্প্রতি ‘ইউটিউবারদের হামলায় আহত হিরো আলম’ শীর্ষক একটি দাবিতে জাগো নিউজ এবং স্যাটায়ার প্ল্যাটফর্ম ইয়ার্কির আদলে তৈরি ফটোকার্ড ও ব্যানারের মাধ্যমে ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, জাগোনিউজ বা ইয়ার্কি এমন কোনো ফটোকার্ড বা ব্যানার প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, প্রচারিত এই ফটোকার্ড এবং ব্যানারটি এডিটের মাধ্যমে তথ্য বিকৃত করে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একাধিক গুজব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। এমন কিছু প্রতিবেদন দেখুন
- প্রথম আলোর ফটোকার্ড নকল করে হিরো আলমকে নিয়ে ফখরুলের ভুয়া মন্তব্য প্রচার
- আরটিভির ফটোকার্ড নকল করে অভিনেতা আফরান নিশোর বিষয়ে ভুয়া তথ্য প্রচার
- ‘পিনাকী ভট্টাচার্য সাহেব আমার কাছে টাকা চেয়েছিলেন’ শীর্ষক মন্তব্যটি নুরুল হক নুরের নয়
সুতরাং, ‘ইউটিউবারদের হামলায় আহত হিরো আলম’ শীর্ষক একটি দাবিতে একাধিক প্লাটফর্মের আদলে ফটোকার্ড ও ব্যানার তৈরি করে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Jagonews24: হিরো আলমের ওপর হামলায় গ্রেফতার ৭ জনের পরিচয় মিলেছে
- Jagonews24: Facebook Page
- earki Official Facebook Page: Post
- Rumor Scanner’s Own Analysis