পুরো দেশ শিবিরের নিয়ন্ত্রণে আমরা মাঠে দর্শক শীর্ষক মন্তব্য করেননি রুহুল কবির রিজভী

সম্প্রতি, ‘পুরো দেশটাই এখন শিবির নিয়ন্ত্রণ করে আমরা শুধু মাঠে দর্শক’ শীর্ষক মন্তব্যটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘পুরো দেশটাই এখন শিবির নিয়ন্ত্রণ করে আমরা শুধু মাঠে দর্শক’ শীর্ষক কোনো মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। 

রুহুল কবির রিজভীর মত রাজনৈতিক ব্যক্তি এমন মন্তব্য করলে স্বভাবতই গণমাধ্যমে সংবাদ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে রিজভী কর্তৃক এমন মন্তব্য করার কোনো তথ্য পাওয়া যায়নি।

দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Voice of Truth – ভয়েস অফ ট্রুথ’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ০৬ অক্টোবর দুপুর ১২ টা ৫৫ মিনিটে আলোচিত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook 

তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করতে দেখা যায়নি। 

অর্থাৎ, কোনো তথ্য সূত্র ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়; যা পরবর্তীতে সত্য দাবিতে ছড়িয়ে পড়ে। 

সুতরাং, রুহুল কবির রিজভী ‘পুরো দেশটাই এখন শিবির নিয়ন্ত্রণ করে আমরা শুধু মাঠে দর্শক’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Voice of Truth – ভয়েস অফ ট্রুথ- Facebook Post 
  • Rumor Scanner’s Own Analysis 

আরও পড়ুন

spot_img