সম্প্রতি, মূলধারার গণমাধ্যম প্রথম আলো, একাত্তর টিভি, আজকের পত্রিকা এবং কালবেলা’র ডিজাইন সম্বলিত পৃথক ৪ টি ফটোকার্ডে ৩ নভেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন ও ১৫ নভেম্বরের মধ্যে জাতীয় সরকার গঠন শীর্ষক তথ্যকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উল্লেখিত চারটি ফটোকার্ড নিয়ে ফেসবুকে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
আজকের পত্রিকা’র ডিজাইন সম্বলিত ফটোকার্ড নিয়ে ফেসবুকে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
কালবেলা’র লোগো ডিজাইন ফটোকার্ড নিয়ে ফেসবুকে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
যা দাবি করা হচ্ছে
প্রথম আলো’র ডিজাইনের আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, ‘৩ তারিখের মধ্যেই ফ্যাসিস্ট সরকারের পতন হবে’ ১৫ তারিখ জাতীয় সরকার গঠন হবেঃ রিজভী’
একাত্তর টিভি’র ডিজাইনের আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, ‘৩ তারিখের মধ্যেই সরকার পতনের হুমকি রিজভীর’
আজকের পত্রিকা’র ডিজাইনের আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, ‘৩ তারিখের মধ্যেই সরকার পতন, ১৫ নভেম্বর জাতীয় সরকার গঠন করবে বিএনপিঃ রিজভী’
কালবেলা’র ডিজাইনের আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, ‘১৫ নভেম্বর জাতীয় সরকার গঠন করবে বিএনপিঃ রিজভী’
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৩ নভেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন ও ১৫ নভেম্বরের মধ্যে জাতীয় সরকার গঠন করা হবে দাবিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কোনো মন্তব্য করেননি। এছাড়া প্রথম আলো, একাত্তর টিভি, আজকের পত্রিকা ও কালবেলাও উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উল্লেখিত গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
প্রথম আলো কি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেছে?
অনুসন্ধানের শুরুতে প্রথম আলো’র ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। সেখানে এই সংবাদটি প্রচারের তারিখ উল্লেখ করা হয়েছে ১ নভেম্বর ২০২৩।

অনুসন্ধানে প্রথম আলো’র ভেরিফাইড ফেসবুক পেজে ১ নভেম্বর বা তার আগে পরে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া প্রথম আলো’র ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে গত ১ নভেম্বর প্রথম আলো’র ফেসবুক পেজে বাংলাদেশ এবং মতামত শাখা হতে প্রচারিত কয়েকটি ফটোকার্ডের ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির ডিজাইনের মিল পাওয়া যায়। ধারণা করা যায়, এই ফটোকার্ডগুলো থেকে কোনো একটি সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, ‘৩ তারিখের মধ্যেই ফ্যাসিস্ট সরকারের পতন হবে’ ১৫ তারিখ জাতীয় সরকার গঠন হবেঃ রিজভী’ শীর্ষক শিরোনামে প্রথম আলো কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
একাত্তর টিভি কি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেছে?
এবিষয়ে অনুসন্ধানে একাত্তর টিভি’র ডিজাইনের আদলে তৈরি ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। সেখানে এই সংবাদটি প্রচারের কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানে একাত্তর টিভি’র ভেরিফাইড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া একাত্তর টিভি’র ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে সাম্প্রতিক সময়ে একাত্তর টিভি’র ফেসবুক পেজে প্রচারিত কয়েকটি ফটোকার্ডের ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির ডিজাইনের মিল পাওয়া যায়। ধারণা করা যায়, এই ফটোকার্ডগুলো থেকে কোনো একটি সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, ‘৩ তারিখের মধ্যেই সরকার পতনের হুমকি রিজভীর’ শীর্ষক শিরোনামে একাত্তর টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
আজকের পত্রিকা কি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেছে?
এবিষয়ে অনুসন্ধানে আজকের পত্রিকা’র ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। সেখানে এই সংবাদটি প্রচারের কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানে আজকের পত্রিকা’র ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া আজকের পত্রিকা’র ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে সাম্প্রতিক সময়ে আজকের পত্রিকা’র ফেসবুক পেজে প্রচারিত কয়েকটি ফটোকার্ডের ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির ডিজাইনের মিল পাওয়া যায়। ধারণা করা যায়, এই ফটোকার্ডগুলো থেকে কোনো একটি সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, ‘৩ তারিখের মধ্যেই সরকার পতন, ১৫ নভেম্বর জাতীয় সরকার গঠন করবে বিএনপিঃ রিজভী’শীর্ষক শিরোনামে আজকের পত্রিকা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
কালবেলা কি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেছে?
এবিষয়ে অনুসন্ধানে কালবেলা’র ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। সেখানে এই সংবাদটি প্রচারের তারিখ উল্লেখ করা হয়েছে ১ নভেম্বর, ২০২৩।

অনুসন্ধানে কালবেলা’র ফেসবুক পেজে ১ নভেম্বর বা তার আগে পরে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া কালবেলা’র ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে গত ১ নভেম্বর কালবেলা’র ফেসবুক পেজে প্রচারিত কয়েকটি ফটোকার্ডের ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির ডিজাইনের মিল পাওয়া যায়। ধারণা করা যায়, এই ফটোকার্ডগুলো থেকে কোনো একটি সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, ‘১৫ নভেম্বর জাতীয় সরকার গঠন করবে বিএনপিঃ রিজভী’ শীর্ষক শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
উক্ত গণমাধ্যমগুলোর নকল ফটোকার্ডে থাকা ছবি যাচাই
মূলধারার গণমাধ্যম প্রথম আলো, একাত্তর টিভি, আজকের পত্রিকা এবং কালবেলা’র লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ডগুলোর প্রত্যেকটিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উক্ত বক্তব্যটি প্রচারে সংবাদ সম্মেলনের একটি ছবি ব্যবহার করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার ইংরেজি গণমাধ্যম The Financial Express এর ওয়েবসাইটে ২০১৯ সালের ৩০ জানুয়ারি ‘Ruhul Kabir Rizvi speaking at a press conference at party’s Nayapaltan central office’ শীর্ষক শিরোনামে প্রকাশিত রিজভী’র সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানের একটি ছবি খুঁজে পাওয়া যায়। এই ছবিটির সাথে উক্ত ফটোকার্ডগুলোতে প্রচারিত ছবির হুবহু মিল পাওয়া যায়।
অর্থাৎ, উক্ত ফটোকার্ডগুলোতে ব্যবহৃত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করার এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।
পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ফটোকার্ডগুলোতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র বক্তব্য দাবিতে প্রচারিত তথ্যের সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
তবে, গতকাল ০৩ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগের আল্টিমেটামসহ ৪ দফা দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মূলত, গত ২৮ অক্টোবর সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশের আয়োজন করে। পরবর্তীতে মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার অভিযোগ এবং তা নিয়ে সংঘর্ষের জের ধরে সেই সমাবেশ স্থগিত করে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এদিন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। একইদিন রাতে সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি, নেতা-কর্মীদের হত্যা, গ্রেপ্তার ও হামলা, মহাসচিবকে গ্রেপ্তার ও নেতাদের বাসায় তল্লাশির প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। এই সব কর্মসূচির মাঝেই দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র বক্তব্য দাবিতে ‘৩ তারিখের মধ্যেই ফ্যাসিস্ট সরকারের পতন হবে’ ১৫ তারিখ জাতীয় সরকার গঠন হবে’ শীর্ষক শিরোনামে প্রথম আলো, ৩ তারিখের মধ্যেই সরকার পতনের হুমকি রিজভীর’ শীর্ষক শিরোনামে একাত্তর টিভি, ‘৩ তারিখের মধ্যেই সরকার পতন, ১৫ নভেম্বর জাতীয় সরকার গঠন করবে বিএনপি’ শীর্ষক শিরোনামে আজকের পত্রিকা এবং ‘১৫ নভেম্বর জাতীয় সরকার গঠন করবে বিএনপি’ শীর্ষক শিরোনামে কালবেলা’র ডিজাইনের আদলে তৈরি চারটি পৃথক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, প্রথম আলো, একাত্তর টিভি, আজকের পত্রিকা ও কালবেলা উক্ত দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উল্লেখিত গণমাধ্যমগুলোর ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে। এছাড়া, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বিএনপি’র ২৮ অক্টোবরে সমাবেশের ঘটনায় বিভিন্ন ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের নাম, লোগো, শিরোনাম এবং নকল ফটোকার্ড ব্যবহার করে অপপ্রচারের বিষয়ে গত ০৫ সেপ্টেম্বর বিস্তারিত ফ্যাক্ট ফাইল প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ৩ নভেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন ও ১৫ নভেম্বরের মধ্যে জাতীয় সরকার গঠন নিয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র বক্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Prothom Alo: Facebook Page
- Prothom Alo: Website
- Prothom Alo: YouTube Channel
- Ekattor TV: Facebook Page
- Ekattor TV: Website
- Ekattor TV: YouTube Channel
- Ajker Patrika: Facebook Page
- Ajker Patrika: Website
- Ajker Patrika: YouTube Channel
- Kalbela: Facebook Page
- Kalbela: Website
- Kalbela: YouTube Channel
- The Financial Express: Ruhul Kabir Rizvi speaking at a press conference at party’s Nayapaltan central office
- Samakal: সরকারকে পদত্যাগে ৭ দিনের আল্টিমেটাম চরমোনাই পীরের